জাবি প্রতিনিধি:নভেম্বর মাসেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নব-নির্মিত হল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম।
শুক্রবার (৪ নভেম্বর) জাবির পদার্থবিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে জহির রায়হান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপাচার্য আরো বলেন, অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ৬ টি হলের কাজ প্রায় শেষের দিকে। এ মাসের শেষের দিকে একটি ছাত্র হল ও একটি ছাত্রী হলের উদ্বোধন করা যাবে বলে আমি বিশ্বাস করি৷ এই দুইটি হলে ২ হাজার শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা করা গেলে এখন যারা গণরুমে কষ্ট করে লেখাপড়া করছে তাদের এই কষ্ট লাঘব হবে।
এসময় তিনি নতুন ৫টি হলের উদ্বোধন ও নামকরণের জন্য শিক্ষামন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
উপাচার্য সম্প্রতি স্কোপাস ইনডেক্সের ভিত্তিতে স্টানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রকাশিত বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীদের তালিকায় জাবির ৪ শিক্ষক ও এক শিক্ষার্থীকে অভিনন্দন জানান।