খন্দকার নিরব, ভোলাঃ ভোলা জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চরফ্যাশন সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন ১৬ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর জামাল হোসেন (পরিচিতি নং- ৭১৭২)। এর আগে তিনি ভোলা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ০১লা জুন ২০২৩ খ্রি. শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক আদেশে তাঁকে অত্র কলেজের অধ্যক্ষ পদে পদায়নের প্রেক্ষিতে ০৪/০৬/২০২৩ খ্রি. তিনি উক্ত পদে যোগদান করেন।
এসময় চরফ্যাশন সরকারি কলেজে অধ্যক্ষের অফিস কক্ষে আয়োজিত যোগদান অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর জামাল হোসেন-কে ফুলের শুভেচ্ছা জানান সাবেক উপমন্ত্রী, বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, অত্র কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ ও সদ্য দায়িত্বপ্রাপ্ত ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল গফুর, ভোলা সরকারি কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়া, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ এনায়েত উল্লাহ, প্রফেসর শারমিন আখতার সহ চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষকমন্ডলী।
এসময় নবাগত অধ্যক্ষ মহোদয়কে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এভাবে পর্যায়ক্রমে নবাগত অধ্যক্ষ মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেন বিভিন্ন সংগঠন সহ উক্ত কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও উক্ত কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ সাবেক সংসদ সদস্য প্রয়াত নজরুল ইসলাম মিয়ার মাজার ও কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন এবং দোয়া করা হয়।
নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক জামাল হোসেন জানান কলেজের শিক্ষার মান উন্নয়ন করতে ভূমিকা রাখতে চাই। সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।
এদিকে সদা হাস্যোজ্জল গুণী ব্যক্তিত্ব প্রফেসর জামাল হোসেন-কে কলেজের অধ্যক্ষ হিসেবে পেয়ে আনন্দিত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীসহ এলাকাবাসি।