চবি প্রতিনিধি: ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় চবি সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ১০ টায় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের নেতৃত্বে শোক র্যালি করা হয়। এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব এম. এ. সালাম।
অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্ট শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ অন্যান্য শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় বঙ্গবন্ধুর জীবনী সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসানসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ড. মো. হানিফ সিদ্দিকী, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ শামীমসহ নেতৃবৃন্দ। চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর আবদুল হক।
এ ছাড়াও অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চবি বিভিন্ন অফিস প্রধানবৃন্দ।