The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪

চবিতে সিইউডিএসের আয়োজনে জাতীয় বিতর্ক উৎসব

চবি প্রতিনিধিঃ চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) আয়োজনে জাতীয় বিতর্ক উৎসব ২০২৩ কাল থেকে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে আগামীকাল শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে এ বিতর্ক উৎসব।

জাতীয় পর্যায়ের এ বিতর্ক প্রতিযোগিতাটি ট্যাব ফর্মেটের দুই পর্বের এশিয়ান পার্লামেন্টারি পদ্ধতিতে অনুষ্ঠিত হবে । প্রথম পর্যায়ে প্রতিটি দল চার ৪ রাউন্ড বিতর্ক করে বিজয়ী দলগুলো পরবর্তীতে ক্রমান্বয়ে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে সুযোগ পাবে।

এতে জাতীয় পর্যায়ের দেশীয় বিতর্ক অঙ্গনের ৫০টিরও অধিক স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশগ্রহণ করবে। যার মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৮টি এবং স্কুল ও কলেজ পর্যায়ের ২৪ টি দল রয়েছে।

এটি মূল্যায়নের জন্য থাকবে ৩০ জনেরও অধিক বিচারকমন্ডলী। এছাড়া স্বতন্ত্র বিচারক হিসেবে সারা বাংলাদেশ থেকে ৫০ এর অধিক স্কুল-কলেজ শিক্ষার্থীরা সুযোগ পাবে তাদের বিচারিক চর্চা ও অভিজ্ঞতা অর্জনের।

এবারের উৎসবে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, স্ট্রাটেজিক পার্টনার হিসেবে রয়েছে চবি এমবিএ এসোসিয়েশন, সহযোগী পার্টনার হিসেবে রয়েছে প্রাগমেট। এছাড়াও বিতর্ক উৎসবের সার্বিক সহযোগিতায় রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়টির বিতর্ক অঙ্গন ও দেশীয় বিতর্ক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শুধু তাই নয়, দীর্ঘ ২৭ বছরে কেন্দ্রীয় এই সংগঠনটি দেশের সীমানা পেরিয়ে বিদেশেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সফলতার সাথে প্রতিনিধিত্ব করে আসছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.