The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪

যবিপ্রবি’র চতুর্থ সমাবর্তন ১৮ই ফেব্রুয়ারি

যবিপ্রবি প্রতিনিধিঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) চতুর্থ সমাবর্তনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি যবিপ্রবির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে। রবিবার (১৮ ডিসেম্বর) যবিপ্রবি’র রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেন।

সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ১৯তম ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ অমিত চাকমা। এর আগে তিনি কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর প্রেসিডেন্ট ও উপাচার্য ছিলেন।

উক্ত সমাবর্তনে স্নাতকের ২০১১-২০১২ শিক্ষাবর্ষ থেকে শুরু করে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহন করতে পারবেন। এছাড়া স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীরা ও সমাবর্তনে অংশ নিবেন।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে ২০শে ডিসেম্বর ২০২২ দুপুর ২ টায় এবং চলবে ২০ শে জানুয়ারি ২০২২ বেলা ১১ঃ৫৯ মিনিট পর্যন্ত। রেজিষ্ট্রেশনের জন্য শিক্ষার্থী প্রতি ৫০০০ (পাঁচ হাজার) টাকা নির্ধারন করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। কোন শিক্ষার্থী যদি একাধিক প্রোগ্রামে সমাবর্তন চান তাহলে অতিরিক্ত ৩০০০(তিন হাজার) টাকা পরিশোধ করতে হবে। এছাড়া একজন শিক্ষার্থী সর্বোচ্চ ২(দুই) জন অতিথি সঙ্গে আনতে পারবেন। প্রতিজন অতিথির জন্য অতিরিক্ত ৫০০ (পাঁচশত) টাকা পরিশোধ করতে হবে।

সমাবর্তনের রেজিষ্ট্রেশন ফিস ব্যাংকের পাশাপাশি অনলাইনে ও পরিশোধ করা যাবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৭ই ফেব্রুয়ারি যবিপ্রবি’র ৩য় সমাবর্তন এবং ২০১৫ সালের ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ‘২য় সমাবর্তন’ অনুষ্ঠিত হয়। ওই সমাবর্তনে সভাপতিত্ব করেন মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর আগে ২০১৩ সালের ১০মে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রপতির পক্ষে সভাপতিত্ব করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. যবিপ্রবি’র চতুর্থ সমাবর্তন ১৮ই ফেব্রুয়ারি

যবিপ্রবি'র চতুর্থ সমাবর্তন ১৮ই ফেব্রুয়ারি

যবিপ্রবি প্রতিনিধিঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) চতুর্থ সমাবর্তনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি যবিপ্রবির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে। রবিবার (১৮ ডিসেম্বর) যবিপ্রবি'র রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেন।

সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ১৯তম ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ অমিত চাকমা। এর আগে তিনি কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর প্রেসিডেন্ট ও উপাচার্য ছিলেন।

উক্ত সমাবর্তনে স্নাতকের ২০১১-২০১২ শিক্ষাবর্ষ থেকে শুরু করে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহন করতে পারবেন। এছাড়া স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীরা ও সমাবর্তনে অংশ নিবেন।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে ২০শে ডিসেম্বর ২০২২ দুপুর ২ টায় এবং চলবে ২০ শে জানুয়ারি ২০২২ বেলা ১১ঃ৫৯ মিনিট পর্যন্ত। রেজিষ্ট্রেশনের জন্য শিক্ষার্থী প্রতি ৫০০০ (পাঁচ হাজার) টাকা নির্ধারন করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। কোন শিক্ষার্থী যদি একাধিক প্রোগ্রামে সমাবর্তন চান তাহলে অতিরিক্ত ৩০০০(তিন হাজার) টাকা পরিশোধ করতে হবে। এছাড়া একজন শিক্ষার্থী সর্বোচ্চ ২(দুই) জন অতিথি সঙ্গে আনতে পারবেন। প্রতিজন অতিথির জন্য অতিরিক্ত ৫০০ (পাঁচশত) টাকা পরিশোধ করতে হবে।

সমাবর্তনের রেজিষ্ট্রেশন ফিস ব্যাংকের পাশাপাশি অনলাইনে ও পরিশোধ করা যাবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৭ই ফেব্রুয়ারি যবিপ্রবি'র ৩য় সমাবর্তন এবং ২০১৫ সালের ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ‘২য় সমাবর্তন’ অনুষ্ঠিত হয়। ওই সমাবর্তনে সভাপতিত্ব করেন মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর আগে ২০১৩ সালের ১০মে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রপতির পক্ষে সভাপতিত্ব করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন