The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪

গুচ্ছ নয় নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে কুবি, সম্ভাব্য তারিখ ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) গুচ্ছ থেকে বের হয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নিজস্ব পদ্ধতিত ভর্তি পরিক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেন রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার ।

আজ রবিবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার বলেন, গুচ্ছ থেকে বের হয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জানুয়ারির ১৭, ১৮ ও ২৫ তারিখে ভর্তি পরীক্ষা নেওয়ার সময় ধরা হয়েছে।

উল্লেখ্য, সাধারণ শিক্ষার্থীরা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির কুবি প্রশাসনকে লিখিত আবেদন দেন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ফেসবুক পোস্টের মাধ্যমে গুচ্ছ থেকে বের হয়ে আসার আবেদন জানান। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে সম্মিলিত সদস্যের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.