গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার রাত ৯টার পর এই ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে পাশের হার দেখা গেছে ৫৬.৩২ শতাংশ।
গুচ্ছে মোট উর্ত্তীণ হয়েছেন ৫৩ হাজার ২৯৬ জন ভর্তিচ্ছু।
উল্লেখ্য, গুচ্ছভূক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে মানবিক অনুষদে মোট ৭ হাজার ৭৪৬টি আসন রয়েছে। গত শনিবার (২০ মে) দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রায় ৯৫ হাজার শিক্ষার্থী অংশ নেয় বলে জানায় ভর্তি কমিটি।