ডেস্ক রিপোর্ট: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দুই টেস্টের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। এর মধ্যে প্রথম টেস্ট অনুষ্ঠিত হচ্ছে নর্থ সাউন্ডের ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। সেখানে আজ বাংলাদেশের হয়ে টস করতে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ। অধিনায়কত্বের প্রথম ম্যাচে টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। কয়েনভাগ্য পাশে পেয়ে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি।
বাংলাদেশ অধিনায়ক বলেছেন, উইকেট ভালো মনে হলেও প্রথম ঘণ্টার সুবিধা কাজে লাগাতে চায় তার দল।
অ্যান্টিগার পেস সহায়ক উইকেটে সর্বশেষ দুই সফরে বাংলাদেশের ব্যাটিং ছিল দুঃস্বপ্নের মতো। ২০১৮ সালে প্রথমবার এই মাঠে খেলতে নেমে প্রথম ইনিংসে তারা গুটিয়ে গিয়েছিল ৪৩ রানে, যা এখনও টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন দলীয় স্কোর। চার বছর পর আরেকটি সফরে এই মাঠে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১০৩ রানে।
এবার মড়ার ওপর খাড়ার ঘা হিসেবে এসেছে নিয়মিত অধিনাক নাজমুল হোসেন শান্ত আর অভিজ্ঞ মুশফিকুর রহিমের চোট। নেই অল-রাউন্ডার সাকিব আল হাসানও, যার টেস্ট ক্যারিয়ার আদৌ শেষ কিনা- সেটা কেউ জানে না। তাই ক্যারিবিয়ান পেস আক্রমণের সামনে মেহেদি মিরাজের নেতৃত্বাধীন অনেকটাই অনভিজ্ঞ বাংলাদেশ দলকে কঠিন পরীক্ষা দিতে হবে।