বাঙলা কলেজ প্রতিনিধিঃ আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, কাঙ্খিত পদোন্নতি অধ্যাপক পদকে তৃতীয় গ্রেডে উন্নীতকরণ ও অর্জিত ছুটি প্রদানের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে সরকারি বাঙলা কলেজের শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।
সোমবার (২ অক্টোবর) সকাল থেকে বাংলাদেশ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি পালন করা হয়েছে বলে জানিয়েছেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন।
কর্মবিরতি বিষয়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির বাঙলা কলেজ ইউনিটের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহানারা আক্তার বলেন, সাধারণ শিক্ষা ক্যাডারদের সকল সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন থাকলেও সেগুলো সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শিক্ষামন্ত্রী এবং শিক্ষা উপমন্ত্রী সমস্যার সমাধানে আশ্বাস দিলেও কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।
কর্মবিরতিতে যাওয়া শিক্ষকরা বলেন, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদন্নতি, অধ্যাপক পদকে তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান, ক্যাডার কম্পোজিশন রুলসের সুরক্ষা, প্রাথমিক ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরে নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভুক্তদের প্রত্যাহার এবং প্রয়োজনীয় পদ সৃজনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের সকল ন্যায্য দাবি আদায়ের জন্যই এই সর্বাত্মক কর্মবিরতি পালন করছি।
এসময় উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন, উপাধ্যক্ষ প্রফেসর মিটুল চৌধুরীসহ সরকারি বাঙলা কলেজ বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী।