দেশের ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৭ জুলাই থেকে শুরু হবে। চলবে ১৬ আগস্ট পর্যন্ত। এছাড়া এবারের আবেদন ফি গেল বারের চেয়ে কিছুটা বেড়েছে। শনিবার (২ জুলাই) কৃষি গুচ্ছভুক্ত ৮টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় এ সিদ্ধান্ত হয়।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক শহীদুর রশীদ বলেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সংবাদমাধ্যমে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এতে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
চলতি বছরের ভর্তি পরীক্ষায় ২০১৭ সালের মাধ্যমিক ও ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। ২০১৭ সালের মাধ্যমিক ও ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে চলতি বছরের যোগ্য প্রার্থীরাও অংশ নেবেন।
এবারে আবেদনের যোগ্যতা সর্বমোট ন্যূনতম জিপিএ ৮ থেকে বাড়িয়ে ৮.৫ করা হয়েছে। এ যোগ্যতার মধ্যে প্রত্যেক ভর্তিচ্ছুই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
এদিকে, আগামী ২৪ সেপ্টেম্বর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারিত থাকলে সেটি সমন্বয়ের স্বার্থে আরও এগিয়ে আনা হয়েছে। শেকৃবি উপাচার্য বলেন, বাকি অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখের সঙ্গে সমন্বয় করতে ২৪ সেপ্টম্বরের ভর্তি পরীক্ষা এগিয়ে ১০ সেপ্টম্বর নিয়ে আসা হয়েছে।
এবারের ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা আগের মতই রয়েছে। তবে এ গুচ্ছের সঙ্গে নতুন যুক্ত হওয়া হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৯০টি আসন যোগ হয়েছে।
আগের আসন সংখ্যা অনুযায়ী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৩০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৪টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি।