The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫

কুবি ছাত্রলীগের সাবেক আহ্বায়ককে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রথম আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের পাশে একদল ছাত্রজনতা আটক করে মারধর করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, মাহমুদুর রহমান মাসুম ২৯ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত। এছাড়াও, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

কোতোয়ালি থানার পরিদর্শক মহিনুল ইসলাম বলেন, মাসুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা করেছে। তিনি একাধিক মামলার আসামি। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আমরা কার্যক্রম শেষ করে তাকে আদালতে উঠানো হবে।

উল্লেখ, বর্তমানে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.