The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪

কাতার বিশ্বকাপের প্রশংসায় পঞ্চমুখ ওজিল

কাতারে চলমান ফুটবল বিশ্বকাপের ভূয়সী প্রশংসা করেছেন জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক সেরা ফুটবলার মেসুত ওজিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে একই সাথে বিশ্বমঞ্চে কাতার ও তুরস্ককে দেখার আশাও প্রকাশ করেছেন তিনি। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে শুরু থেকেই চলছে বেশ তর্ক-বিতর্ক। এসব কিছুই আমলে নিতে নারাজ মেসুত ওজিল। মধ্যপ্রাচ্যের দেশটির আয়োজনে তিনি দেখছেন না কোনো ভুলত্রুটি। তাছাড়া দেশটির আতিথিয়েতারও ভূয়সী প্রশংসা করেছেন এ জার্মান তারকা।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ওজিল লেখেন, ‘কাতারের ফিফা বিশ্বকাপ আসরে উপস্থিত হতে পেরে ভালো লাগছে। ধন্যবাদ আয়োজকদের নিখুঁত আয়োজন ও আতিথেয়তার জন্য। এখানে থাকতে পারা সব সময় আনন্দের। টুর্নামেন্টের বাকি অংশের জন্যেও শুভ কামনা।’

একই পোস্টে তিনি দোয়ার ইমোজির সঙ্গে তুরস্ক ও কাতারের পতাকা যুক্ত করে লেখেন, ‘ইনশাআল্লাহ, আমরা আবার আমাদের দেখতে পাব।’

তার এ বার্তা থেকে এটাই স্পষ্ট যে, আগামী বিশ্বকাপে ৬৪ দলের প্রতিযোগিতায় তিনি তুরস্ক ও কাতারকে দেখতে চান। যদিও কাতার স্বাগতিক হিসেবে এবার খেলার সুযোগ পেয়েছিল। কিন্তু গ্রুপ পর্বের সবকটি ম্যাচ হেরে এরই মধ্যে আসর থেকে ছিটকে গেছে তারা।

জার্মানিতে জন্ম নেয়া ওজিল ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশটির হয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করেন। ২০১৪ সালে জার্মানদের হয়ে জেতেন বিশ্বকাপ শিরোপা। তবে নিজের পোস্টে আজ কোস্টারিকার বিপক্ষে জার্মানির ম্যাচ নিয়ে কোনো কথা বলেননি তিনি। তুরস্ককে নিয়ে ওজিলের মাতামাতির আছে যৌক্তিক কারণ। তার দাদার জন্মস্থান তুরস্ক। যেখান থেকে পরবর্তীতে তারা জার্মানিতে স্থায়ী হন। ২০১৮ সালে সবশেষ জার্মানির হয়ে খেলা ওজিল বর্তমানে তুরস্কের ক্লাব ইস্তাম্বুল বাসাকসেহিরে খেলছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.