কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ার মো.ইলহান উদ্দিন তার খামারে ৭ বছর ধরে ফ্রিজিয়ান গরু পালন করছেন। তার খামারে গরুর সংখ্যা সাতটি।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিক্রির জন্য প্রস্তুত করেছেন একটি গরু। নাম দিয়েছেন ‘কালোমানিক’ আর এটার দাম ধরেছেন ৮ লাখ টাকা। মাত্র তিন বছরে মানিকের ওজন হয়েছে প্রায় ৩৫ মণ। উপজেলায় গরুটিকে দেখতে ভিড় করেছেন উৎসুক জনতা। তার খামারে ৪টি ষাঁড় ও ৩টি গাভী গরু রয়েছে। অতি যত্নে নিয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি প্রস্তুত করেছেন ‘কালোমানিক’ নামের একটি ষাঁড়কে।
কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকার বাসিন্দা মো. ইলহান উদ্দিন জানান, ”কালোমানিক” আমি ভাগ্য বদলের চাকা হিসাবে দেখছি। প্রতিদিন কালো মানিকের জন্য ১৩০০ থেকে ১৬০০ টাকার মতো খরচ হয়। প্রচণ্ড তাপদাহের কারণে কালো মানিকের দৈনিক ৩-৪ বার গোসল করাতে হয়। তাছাড়া সব সময় ফ্যানের বাতাসে রাখতে হয়। তিনি কালোমানিকসহ তার খামারের অন্য গরুগুলোকে খৈল, ভুসি, ভুট্টা ও ঘাস খাওয়ান।
কক্সবাজার জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. অসীম বরণ সেন বলেন, অনেক খামারি ফ্রিজিয়ান জাতের গরু পালনে আগ্রহী। তবে মো. ইলহান ফ্রিজিয়ান গরু পালনে সফল খামারি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিক্রির জন্য প্রস্তুত ‘কালোমানিক’ নামের গরুটিকে আমরা মনিটরিং করছি।