The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

উচ্চ মাধ্যমিকে শূন্য পাস করা ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

২০২২ সালে এইচএসসি পরীক্ষায় যে সকল শিক্ষপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি, এমন ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড। আগামী দশ দিনের মধ্যে লিখিত ভাবে এমন ফলাফলের কারণ জানাতে বলা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) কলেজ পরিদর্শক প্রফেসর আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কারণ দর্শানোর তালিকায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- রাজধানীর সবুজবাগে সেন্ট্রাল আইডিয়াল কলেজ, শাহজাহানপুরে ঢাকা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কলেজ, মানিকগঞ্জ সদরে আফরোজা রমজান গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ, টাঙ্গাইলের ভূয়াপুরের আলোয়া হাইস্কুল অ্যান্ড কলেজ, রাজবাড়ী নূর নেছা কলেজ, গোপালগঞ্জের কাশিয়ানী রাতৈল কলেজ ও সদরের ডা. দেলোয়ার হোসেন মেমোরিয়াল কলেজ, কিশোরগঞ্জের লে. কর্নেল (অব.) করিম ভূইয়া কলেজ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.