নিয়ামতুল্লাহ, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের অডিও ক্লিপ ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে নিয়োগবোর্ড স্থগিত করা হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে, “আগামী ২০ ফেব্রুয়ারিত সকাল ১০টায় অনুষ্ঠিতব্য ‘মেডিক্যাল অফিসার’ নিয়োগ নির্বাচনী বোর্ড, ২২ ফেব্রুয়ারি সকাল ১০ টায় শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ‘প্রভাষক’ পদে নিয়োগ নির্বাচনী বোর্ড এবং সকাল ১১ টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ‘সহকারী অধ্যাপক’ পদে নিয়োগ নির্বাচনী বোর্ড অনিবার্য কারণবশত: স্থগিত করা হয়। উক্ত পদগুলোর নিয়োগ নির্বাচনী বোর্ডের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে”।
এ বিষয়ে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, শুধুমাত্র অডিও ফাঁসের জন্য নিয়োগবোর্ড স্থগিত করা হয়েছে বিষয়টি এমন নয়। যেহেতু এতবড় একটা ঘটনা ঘটলো সেহেতু আমার শিক্ষক-কর্মকর্তা সবার সাথে কথা বলেই সিদ্ধান্ত নিবো।
উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের অডিও ফাঁসের ঘটনায় ডে লেবার ও ‘অস্থায়ী চাকরিজীবী পরিষদ’ শনিবার ভিসির পদত্যাগের দাবিতে তাঁর কার্যালয়ে তালা ঝুলিয়ে আন্দোলন করে। এসময় তারা ভিসির অপসারণ চেয়ে বিভিন্ন রকম স্লোগান দিতে থাকে।
জানা গেছে, তারা বিশ্বাবিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে ও তারা অধিকাংশই ছাত্রলীগের সাবেক নেতাকর্মী।