The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪

৩য় বারের মতো শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের পুরস্কার পেলেন মুসাফির

টানা তৃতীয়বারের মতো মাগুরা জেলা ও শ্রীপুর উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের পুরস্কার পেলেন ড. মুসাফির নজরুল । মুসাফির নজরুল মাগুরার শ্রীপুর উপজেলার জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন

২৫ মার্চ শনিবার দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার কমলেশ মজুমদার তাঁর হাতে ২০২২ সালের ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

মুসাফির নজরুল ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধীনে ‘বিভাগোত্তার বাংলা কথাসাহিত্যে প্রতিফলিত সামাজিক-অর্থনৈতিক বাস্তবতা’- শীর্ষক অভিসন্দর্ভের জন্য এম.ফিল ও ২০২১ সালে ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে প্রতিফলিত আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার স্বরূপ’- শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন।

তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেছেন। বাংলা একাডেমির সদস্য মুসাফির নজরুল কলেজ শিক্ষকতার পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। তিনি সর্বশেষ ‘দৈনিক আলোকিত বাংলাদেশ’-এর মাগুরা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।সেইসঙ্গে শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, মুসাফির নজরুল ২০১৮, ২০১৯ ও ২০২২ সালে যথাক্রমে মাগুরা জেলা ও শ্রীপুর উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. উদ্যোক্তা ও সফলতার গল্প
  3. ৩য় বারের মতো শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের পুরস্কার পেলেন মুসাফির

৩য় বারের মতো শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের পুরস্কার পেলেন মুসাফির

টানা তৃতীয়বারের মতো মাগুরা জেলা ও শ্রীপুর উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের পুরস্কার পেলেন ড. মুসাফির নজরুল । মুসাফির নজরুল মাগুরার শ্রীপুর উপজেলার জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন

২৫ মার্চ শনিবার দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার কমলেশ মজুমদার তাঁর হাতে ২০২২ সালের ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

মুসাফির নজরুল ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধীনে ‘বিভাগোত্তার বাংলা কথাসাহিত্যে প্রতিফলিত সামাজিক-অর্থনৈতিক বাস্তবতা’- শীর্ষক অভিসন্দর্ভের জন্য এম.ফিল ও ২০২১ সালে ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে প্রতিফলিত আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার স্বরূপ’- শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন।

তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেছেন। বাংলা একাডেমির সদস্য মুসাফির নজরুল কলেজ শিক্ষকতার পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। তিনি সর্বশেষ ‘দৈনিক আলোকিত বাংলাদেশ’-এর মাগুরা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।সেইসঙ্গে শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, মুসাফির নজরুল ২০১৮, ২০১৯ ও ২০২২ সালে যথাক্রমে মাগুরা জেলা ও শ্রীপুর উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হন।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন