The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

ইবি সায়েন্স ক্লাবের ‘ট্রেজার হান্টের’ চ্যাম্পিয়ন ফার্মেসি বিভাগ

মোস্তাক মোর্শেদ, ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথম বারের মতো আয়োজিত “সাইন্স অলিম্পিয়াড ও ট্রেজার হান্ট” প্রতিযোগিতায় ট্রেজার হান্ট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের টিম Met-A-Four.

রবিবার (১২ মার্চ) সাড়ে ৯ টায় ইবি সায়েন্স ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১৪০ নং কক্ষে আয়োজিত প্রতিযোগিতাটি দুইটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। ট্রেজার হান্ট ক্যাটাগরিতে মোট ১০ টি টিমের মধ্য থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফার্মেসি বিভাগের এই টিমটি। চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন উম্মে হাবিবা মাহিম, রেহনুমা রহমান সৃষ্টি, জারিন ফেরদৌস অবনী এবং ইয়াছিন ইমন।

এর আগে, প্রোগ্রামে সায়েন্স অলিম্পিয়াড ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ কুষ্টিয়া ঝিনাইদহ ও ক্যাম্পাস সংলগ্ন স্কুল ও কলেজের প্রায় সহস্রাধীক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

উক্ত প্রোগ্রামে সায়েন্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শাহাজাহান আলী। এসময় প্রতিযোগীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন অধ্যাপক ড. শাহজাহান আলী

চ্যাম্পিয়ন দলনেতা ফার্মেসি বিভাগের উম্মে হাবিবা মাহিম বলেন, সত্যি বলতে আমি এ ধরনের প্রতিযোগিতায় খুব কমই অংশগ্রহণ করেছি। যখন শুনলাম এই ইভেন্টের ব্যাপারে,হঠাৎ করেই আমরা চারজন সিদ্ধান্ত নিলাম সাহস করে যে,করি। যা হবার হবে। আত্নবিশ্বাস ছিল শুন্যের কোঠায়, তবে ১০টা দলের মধ্যে যখন প্রথমে সিলেক্ট হলাম,ধীরে ধীরে আশা করতে শুরু করলাম। খেলার শুরুতে মনোবল থাকলেও যখন বার বার আটকে যাচ্ছিলাম, ভাবছিলাম শেষ রক্ষা কি হলনা তবে! কিন্তু যখন খুঁজে পেলাম ট্রেজার, সে মুহুর্তের অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না।

উল্লেখ্য, ট্রেজার হান্টে রেজিষ্ট্রেশন করা ৪৩ টি টিমের মধ্য থেকে ১০ টি টিমকে পরীক্ষার মাধ্যমে মূলপর্বে সুযোগ দেয়া হয়। মূলপর্বে মোট ১০ টি টাস্ক সবার আগে সম্পন্নকারী দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.