ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তারেক রহমানের ৫৮ তম জন্মদিন পালন করা হয়েছে। রবিবার (২০ নভেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে জন্মদিন পালন করা হয়। দিনটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ।
সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, অধ্যাপক রফিকুল ইসলাম, জিয়া হল প্রভোস্ট অধ্যাপক ড. মনজুরুল হক, অধ্যাপক আব্দুল গফুর গাজী, অধ্যাপক আব্দুল গফুর গাজি, অধ্যাপক ড. নূরুন নাহার ও অধ্যাপক ড. রুহুল আমীনসহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. রশিদুজ্জামান
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সরকার তারেক রহমানকে দেশত্যাগ করতে বাধ্য করেছে। এভাবে তাকে দমিয়ে রাখতে পারবে না। আমরা আশা করি আগামীতে তার হাতে নেতৃত্বের মাধ্যমে দেশ আরো সমৃদ্ধ হবে। বাংলাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এখানে বোঝা যায় বিএনপির জনপ্রিয়তা কতোখানি। সত্যর জয় হবেই।
তারা আরো বলেন, বর্তমানের মতো রোহিঙ্গা সমস্যা জিয়াউর রহমান সময়ও ঘটেছিল। অল্প সময়ের মধ্যে তিনি এই সমস্যা সমাধান করেছিলেন। এখানে বোঝা যায় বর্তমান সরকারের মেরুদণ্ড দুর্বল কতোটা দুর্বল। তাদের দিন ঘনিয়ে এসেছে।
পরে তারেক রহমান সহ তার পরিবারের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন গোলাম রব্বানী