The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪

ইবিতে ঋতুরাজের আগমণে ‘বসন্ত উৎসব ১৪২৯’ উদযাপন

মোস্তাক মোর্শেদ, ইবিঃ ক্যাম্পাস প্রতিনিধি: ‘রঙ লাগলে বনে বনে, ঢেউ জাগলে সমীরণে, আজ ভুবনের দুয়ার খোলা, দোল দিয়েছে বনের দোল- আজ পহেলা ফাল্গুন। আগুনরাঙা বসন্ত আজ’। ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত’ কবি সুভাষ মুখোপাধ্যায়ের অমীয় বাণীটি ঋতুরাজকে আলিঙ্গনের আহ্বান জানায়। বাংলা পঞ্জিকা বর্ষের শেষ ঋতু বসন্তের প্রথম দিনকে বাঙালি পালন করে ‘পহেলা ফাল্গুন-বসন্ত উৎসব’ হিসেবে। ১৪০১ বঙ্গাব্দ থেকে ‘বসন্ত উৎসব’ উদযাপন শুরু হয়। সেই থেকে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ বসন্ত উৎসব আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়েও শাদরে গ্রহণ করে নেয়া হয়েছে ঋতুরাজ বসন্তকে। উদযাপন করা হয়েছে বসন্ত উৎসব ১৪২৯।

মঙ্গলবার সকাল ১০ টায় বাংলা ও চারুকলা বিভাগের অংশগ্রহণে ১লা ফাল্গুন কে ঘিরে আয়োজন করা হয় আনন্দ শোভাযাত্রার।হলুদ, বাসন্তী রঙের শাড়ী পাঞ্জাবিতে শোভাযাত্রায় অংশ নেয় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরবর্তীতে প্রশাসন ভবনের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম শোভাযাত্রায় অংশ নেয়। এসময় তারা সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া , রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান, প্রক্সর অধ্যাপক ড. শাহাদৎ আজাদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শোভাযাত্রাটি শেষ হয় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চস্থ আম্রকানন প্রান্তরে। এসময় ভাষার মাসে আয়োজিত অমর একুশে বই মেলা ও আজকের বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত বসন্ত উৎসবের শুভ উদ্বোধন করেন উপাচার্য ড. শেখ আবদুস সালাম। পরবর্তীতে তিনি বাংলা মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া , রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক গাজী মাহবুবুল মুর্শিদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন, ভাষার মাসে যে সকল শহীদের জন্য আমরা আজ ছয় ঋতুর বাংলাদেশে বসন্ত উৎসব পালন করছি তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকবে। আমরা শুধু বসন্তেই না বরং বছরের প্রতিটাদিনই বসন্তের ন্যায় ফুলেল ভাবে কাটানোর চেষ্টা করব এই প্রত্যাশা থাকবে।

পরবর্তীতে তিনি বইমেলার স্টল গুলো পরিদর্শন করেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.