The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪

বাকৃবিতে ৩৩তম রোটার‌্যাক্ট ট্রেনিং ক্যাম্পের উদ্ভোধনী

বাকৃবি প্রতিনিধিঃ ‘ব্রেইক ইয়ুর ইনার্শিয়া’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৬ দিনব্যাপী ‘৩৩তম রোটার‌্যাক্ট ট্রেনিং ক্যাম্প-২৩’ এর উদ্ভোধনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় বাকৃবির সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ঐ অনুষ্ঠানের আয়োজন করে বাকৃবি রোটার‌্যাক্ট ক্লাব।

এ প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রোটার‌্যাক্ট ক্লাব থেকে মোট ৩২ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। মূলত পরিকল্পনা, পরিচালনা ও ব্যবস্থাপনার উপর দক্ষতা বৃদ্ধির জন্য আয়োজন করা হয়েছে প্রশিক্ষণটি। ৬ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি আগামী ৮ ফেব্রুয়ারি শেষ হবে।

গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) পরিচালক অধ্যাপক ড. এম. নজরুল ইসলামের সভাপতিত্বে ও রোটার‌্যাক্ট ক্লাবের সম্পাদক তানভীর আহমেদ নিলয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন। এছাড়া ময়মনসিংহ রে‌াটার‌্যাক্ট ক্লাবের কমিটি চেয়ারম্যান রোটারিয়ান এ. এইচ. এম. খালেদুজ্জামান এবং ট্রেনিং কোসের্র কো অডির্নেটর অধ্যাপক ড. মাছুমা হাবিবসহ ট্রেনিংয়ে অংশগ্রহণকারী ৩২ জন রোটার‌্যাক্ট ও বিশ্ববিদ্যালয়ের রোটার‌্যাক্ট ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম বলেন, এই ক্লাবের সদস্যদের উন্নতি সাধনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক যতটা সম্ভব ব্যবস্থা করা হয়েছে। লিডারশীপসহ প্রয়োজনীয় দক্ষতা অর্জন ও বিভিন্ন পেশাদরিত্ব শেখানো হয় এখানে। তাই সবার নিজেকে রোটার‌্যাক্ট ক্লাবের উদ্দেশ্য সাধনে ও নিজেদের কর্মঠ ব্যাক্তিত্ত্ব হিসেবে গড়ে তুলতে কাজ করতে হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. বাকৃবিতে ৩৩তম রোটার‌্যাক্ট ট্রেনিং ক্যাম্পের উদ্ভোধনী

বাকৃবিতে ৩৩তম রোটার‌্যাক্ট ট্রেনিং ক্যাম্পের উদ্ভোধনী

বাকৃবি প্রতিনিধিঃ ‘ব্রেইক ইয়ুর ইনার্শিয়া’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৬ দিনব্যাপী ‘৩৩তম রোটার‌্যাক্ট ট্রেনিং ক্যাম্প-২৩’ এর উদ্ভোধনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় বাকৃবির সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ঐ অনুষ্ঠানের আয়োজন করে বাকৃবি রোটার‌্যাক্ট ক্লাব।

এ প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রোটার‌্যাক্ট ক্লাব থেকে মোট ৩২ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। মূলত পরিকল্পনা, পরিচালনা ও ব্যবস্থাপনার উপর দক্ষতা বৃদ্ধির জন্য আয়োজন করা হয়েছে প্রশিক্ষণটি। ৬ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি আগামী ৮ ফেব্রুয়ারি শেষ হবে।

গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) পরিচালক অধ্যাপক ড. এম. নজরুল ইসলামের সভাপতিত্বে ও রোটার‌্যাক্ট ক্লাবের সম্পাদক তানভীর আহমেদ নিলয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন। এছাড়া ময়মনসিংহ রে‌াটার‌্যাক্ট ক্লাবের কমিটি চেয়ারম্যান রোটারিয়ান এ. এইচ. এম. খালেদুজ্জামান এবং ট্রেনিং কোসের্র কো অডির্নেটর অধ্যাপক ড. মাছুমা হাবিবসহ ট্রেনিংয়ে অংশগ্রহণকারী ৩২ জন রোটার‌্যাক্ট ও বিশ্ববিদ্যালয়ের রোটার‌্যাক্ট ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম বলেন, এই ক্লাবের সদস্যদের উন্নতি সাধনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক যতটা সম্ভব ব্যবস্থা করা হয়েছে। লিডারশীপসহ প্রয়োজনীয় দক্ষতা অর্জন ও বিভিন্ন পেশাদরিত্ব শেখানো হয় এখানে। তাই সবার নিজেকে রোটার‌্যাক্ট ক্লাবের উদ্দেশ্য সাধনে ও নিজেদের কর্মঠ ব্যাক্তিত্ত্ব হিসেবে গড়ে তুলতে কাজ করতে হবে।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন