The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪

ইবাইস ইউনিভার্সিটি মেধাবীদের জন্য থাকছে বৃত্তি

আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ইবাইস ইউনিভার্সিটির প্রতিষ্ঠা। ২০০২ সালে প্রতিষ্ঠিত হলেও অন্য সময়ের মধ্যেই এটি পূর্ণাঙ্গ একটি ইউনিভার্সিটির মর্যাদা লাভ করে। বর্তমানে ঢাকার প্রাণকেন্দ্র উত্তরা মডেল টাউনে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। দক্ষ পরিচালনা পর্ষদ, যোগ্য প্রশাসনিক ব্যবস্থা এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত চেষ্টায় বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নিজের অবস্থান তৈরি করে নিয়েছে এ বিশ্ববিদ্যালয়টি। এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ থেকে পাস করা গ্র্যাজুয়েট ও মাস্টার্স ডিগ্রিধারীরা দেশ-বিদেশে চাকরি এবং কর্মক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। জাতিসংঘ, দূতাবাস, এইচএসবিসি ও সেভ দ্য চিলড্রেনের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান ও হোটেল-রেস্তোরাঁয় এ ইউনিভার্সিটি থেকে পাস করা গ্র্যাজুয়েটরা কাজ করছেন। মোটকথা, বিশ্বের বিভিন্ন দেশে এ ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটরা কর্মরত আছেন। আর তা সফল হয়েছে এখানকার অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর ঐকান্তিক চেষ্টার ফলেই। শিক্ষার অনুকূল পরিবেশে অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর তত্ত্বাবধানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দক্ষ ও সিনিয়র অধ্যাপকের পরিচালনায় শিক্ষার্থীদের কাছে ইবাইস ইউনিভার্সিটি পরিচিত একটি নাম। বিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, এলএলবি (অনার্স), বিএ (অনার্স) ইন ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন সিএসআইটি, বিএসসি ইন সিএসই, বিএসসি ইন ইইই এবং এমবিএ অ্যান্ড ইএমবিএ, এমএ ইন ইংলিশ, এমএসসি ইন কম্পিউটার সায়েন্সসহ আরও কয়েকটি বিষয়ে পড়ার সুযোগ আছে এ বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা নানা ধরনের সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখছেন। শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন ক্লাব ও সংগঠন। দুর্বল ও অপেক্ষাকৃত কম মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে নিজস্ব কাউন্সিলিং ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার মান ও পরিবেশ বজায় রাখার জন্য পেয়েছে দেশ-বিদেশের অসংখ্য স্বীকৃতি ও সম্মাননা। সারা বিশ্বেই রয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও এর গ্রহণযোগ্যতা।
মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তির ব্যবস্থা। বর্তমানে ইবাইস ইউনিভার্সিটি স্প্রিং-২০২৩ এ ভর্তি কার্যক্রম চলছে। কম টিউশন ফিতে ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আর শতভাগ ওয়েভারের সুযোগ পাবেন বিভিন্ন ক্যাটাগরিতে মেধাবী শিক্ষার্থীরা। ব্যবসা প্রশাসন অনুষদের ক্ষেত্রে আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থার সঙ্গে সঙ্গতি রেখে এখানে শিক্ষা কারিকুলাম চালু করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং বোর্ড অব ট্রাস্টিজ যারা আছেন তারা সবাই বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী। এ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. জাকারিয়া লিংকন । এ ইউনিভার্সিটিতে ৩টি সেশনে শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে।বিশ্ববিদ্যালয়টির অবস্থান ঢাকার প্রাণকেন্দ্র উত্তরা মডেল টাউনে। বাড়ি নং-১৬, রোড নং ০৫, সেক্টর নং ০৪, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০, ঢাকা, বাংলাদেশ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.