The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫

আমি স্ট্রংলি ফিল করি, ‘ভালোবাসা দিবস’ আমাদের সংস্কৃতি না: উপদেষ্টা ফরিদা আখতার

ডেস্ক রিপোর্ট: জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এ বছর ভালোবাসা দিবসে ‘তামাশা’ না করার জন্য আহ্বান জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। মঙ্গলবার এ পোস্ট দেওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন নেটিজেনরা। এ বিষয়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে দেওয়া পোস্টের ব্যাখ্যা দেন তিনি।

ফরিদা আখতার বলেন, এখানে সরকারি কোনো নিষেধাজ্ঞা নেই। এটা ছিল আমার একটা আহ্বান। একটা শহীদ পরিবারের পক্ষ থেকে এই অনুরোধটা আমাকে করা হয়েছিল। এবং এটা আমি ফিল করি। আমি মন থেকে ফিল করি, ভ্যালেনটাইন ডে আমাদের দেশের সংস্কৃতি না। ভালোবাসা দিবস আপনি সারা বছর করতে পারেন। ভ্যালেন্টাইন দিবস নিয়ে আগে থেকেই অনেক সমালোচনা ছিল। এটা আমি স্ট্রংলি ফিল করি, এটা আমাদের সংস্কৃতি না।’

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘আমরা ফাল্গুন পালন করব, ২১শে ফেব্রুয়ারি পালন করব। কিন্তু এ বছরটা যেহেতু একটা বিশেষ পরিস্থিতি এবং সে পরিস্থিতি আনন্দের না। এতগুলো শহীদ এবং আহতের কথা আমরা কোনোক্ষণেই ভুলতে পারি না। এই দিনে অনেক কিছু অতিরিক্ত হয়। যেন তামাশা আকারে না করা হয় তাই আমি আহ্বান জানিয়েছি।’

তার মন্তব্যের মাধ্যমে এভাবে মবকে উসকানি দেওয়া হয় কি না এমন প্রশ্নের জবাবে ফরিদা আখতার বলেন, ‘এটার সঙ্গে উসকানির কি সম্পর্ক আছে। আমি তো শ্রদ্ধা জানাতে বলেছি। কারও ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি। আমার এই মন্তব্যের পর ওদের ওপর কি কেউ আক্রমণ করবে বলে আপনি মনে করেছেন? বাংলাদেশকে অত খারাপ ভাবার তো কোনো অর্থ নাই। যদি মব উসকানি হয় তবে যারা এই উসকানি করবে সেটা তাদের দায়দায়িত্ব।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘এটা যারা করতে চায় (দিবস উদযাপন) তাদের প্রতিক্রিয়া নিয়ে আমি অবাক হয়েছি। আমি খুব অবাক হয়েছি যে মানুষ এত হীন চিন্তা করতে পারে। শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে বললেও রিঅ্যাকশন হয়, এটা আমাদের ধারণার বাইরে। তাহলে এরা কি জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা করতে চায় না, সেটাই তারা বলুক। এসব মন্তব্যের মাধ্যমে তারা জুলাই ও আগস্টের শহীদদের প্রতি অবমাননা করছেন। আমি এখনও মনে করে আমি যে কথা বলেছি, সেটার মধ্যে আমি আছি।’

উল্লেখ্য, উপদেষ্টা ফরিদা আখতার তার ফেসবুক পোস্টে লেখেন, ‘জুলাই-আগস্ট শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এ বছর যেন কোনো ভ্যালেন্টাইন দিবসের তামাশা না হয়।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.