The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪

আমার বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিছে : জেফার

ডেস্ক রিপোর্ট: বহুদিন ধরেই শোবিজাঙ্গনে গুঞ্জন, লুকিয়ে প্রেম করছেন দেশের আলোচিত উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার। এই দুই তারকার প্রেমের গুঞ্জনটা শুরু বছরখানেক আগে থেকেই। যখন রাফসানের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসে।

সে সময়ই দাবি করা হয়, জেফারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রাফসান। যে কারণে ভেঙে যায় এই উপস্থাপকের সংসার। এরপর বিভিন্ন সময় তারা সংবাদের শিরোনাম হয়েছেন।

সম্প্রতি থাইল্যান্ডেও দু’জনকে একান্তে সময় কাটাতে দেখা গেছে। গত ১৫ নভেম্বর ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দু’জনকে একসঙ্গে দেখা যায়।

এসময় রাফসান গ্রিন টাইপের শার্ট আর জেফার পরেছিলেন ওয়ের্স্টান ড্রেস। খাবার খেতে খেতে কিছুটা সময় একান্তে কাটিয়েছেন তারা। সেই ছবিই গোপনে কোনো ভক্ত ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন।

শোবিজাঙ্গনের অনেকেরই দাবি, রাফসান ও জেফার দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন। এমনকি গোপনে তাদের বিয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে। যদিও কেউই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে রাফসানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন জেফার। যেখানে তিনি বলেছেন, তাদের দু’জনকে নিয়ে যে গুঞ্জন চলছে সেসব বিষয়ে তার কিছু পরিষ্কার করার নেই।

কারণও ব্যাখ্যা করেছেন এই শিল্পী। তার কথায়, বিয়ে না করলেও মানুষ ইতোমধ্যে তার ব্যক্তিগত জীবন, বিয়ে, সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করছেন।

জেফার বলেন, ‘আমার বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিছে। এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই। তাদের যা ইচ্ছা ভাবুক।’

রাফসানের সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে যাওয়া ও প্রেম নিয়ে এই গায়িকা বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কিছুই শেয়ার করতে পছন্দ করি না। তবুও আমি যেহেতু একজন পাবলিক ফিগার, তাই আমার জীবন নিয়ে তারা নানা কিছু ভাবছে, বিভিন্ন রকম গল্প তৈরি করছে…আমি তাদেরকে সেসব ভাবতে দিচ্ছি। আপনাদের যা ইচ্ছা ভেবে নেন।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.