The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪

আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটারকে নিষিদ্ধ করল বিসিবি

ডেস্ক রিপোর্ট: আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তির পাশাপাশি আর্থিকভাবেও জরিমানা করা হয়েছে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে ঘটা গণ্ডগোলে ৮ ক্রিকেটার ও একজন ক্লাব কর্মকর্তাকে শাস্তি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বিসিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গুরুতর লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটার এক ক্লাব কর্তাকে ১ বছরের জন্য নিষিদ্ধ ও সবাইকে কমপক্ষে ৫০ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে।

ঘটনার সূত্রপাত সোমবার পিকেএসফ ১ নম্বর মাঠে হওয়া সুপার লিগের ম্যাচে। ম্যাচ শেষে তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের টেকনিক্যাল কমিটি ঘটনার সব প্রমাণসাপক্ষে তাদের শাস্তি দেয়।

সংবাদ বিজ্ঞাপ্তিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটের কোনো পর্যায়েই শৃঙ্খলাভঙ্গের কোনো ধরনের ঘটনায় নমনীয় হবে না বিসিবি। এটিকে তাই ক্রিকেটার ও কর্মকর্তাদের প্রতি বার্তা হিসেবে নেওয়া যায় যে, আচরণবিধি ভঙ্গের ঘটনায় বোর্ড কঠোর পদক্ষেপ নেবে।’

৮ ক্রিকেটারের মধ্যে আছেন তেজগাঁও একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়। এ ছাড়াও প্রতিপক্ষ স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয়। আর তেজগাঁও ক্লাবের কর্মকর্তা রবিন।

 

You might also like
Leave A Reply

Your email address will not be published.