The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪

কূটনীতিকদের শিষ্টাচার বজায় রাখতে ঢাবি শিক্ষক সমিতির আহ্বান

চলমান রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, ‘ধ্বংসাত্মক শক্তির প্ররোচনায় কোন কোন রাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে যে ধরনের মন্তব্য করছেন তা দৃষ্টিকটু। আমরা বিদেশি কূটনীতিকদের শিষ্টাচার বজায় রেখে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।’

শনিবার সন্ধ্যায় সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতি এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতি বলা হয়েছে, ‘সম্প্রতি রাজনৈতিক সভা সমাবেশের নামে দেশব্যাপী একটি মহলের নৈরাজ্য ও ধ্বংসাত্মক তৎপরতায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীরভাবে উদ্বিগ্ন এবং বিদ্যমান শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করার এ ধরনের অপচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছে।’

‘নিয়মতান্ত্রিক উপায়ে সভা-সমাবেশসহ সকল রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার সকলের রয়েছে তবে রাজনৈতিক সমাবেশের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড রাষ্ট্রের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিকে ব্যাহত করার ষড়যন্ত্র বলে আমরা মনে করি। কোভিড মহামারি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশসহ সারাবিশ্ব যে মুহূর্তে অর্থনৈতিক মন্দার ঝুঁকির মধ্যে রয়েছে সেই মুহূর্তে কোনো ধরনের বিশৃঙ্খলা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড রাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি ও সমৃদ্ধিকে চরম বিপর্যয়ের মুখে ফেলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ যে আর্থ-সামাজিক সাফল্য অর্জন করেছে তা যেকোনো মূল্যে অব্যাহত রাখতে হবে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সব পক্ষকে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সংযম ও সহনশীলতা বজায় রেখে সকল নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও রাষ্ট্রীয় সম্পত্তি সুরক্ষার আহ্বান জানাচ্ছে।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.