সরকারি কলেজের অধ্যক্ষ হওয়ার জন্য আবেদন আগামী ১৩ এপ্রিল পর্যন্ত করা যাবে। আবেদন শুরু হবে শনিবার (১ এপ্রিল) থেকে।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে প্রেরিত আবেদন বিবেচনা করা হবে না। যথাযথ নীতিমালা অনুসরণ করে আবেদন করতে হবে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-২) কাজি মো. আবদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের “সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা-২০২০” অনুযায়ী অনলাইনে বদলির আবেদন দাখিল করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে প্রেরিত আবেদন বিবেচনা করা হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অধ্যক্ষ পদে বদলি/পদায়নে আগ্রহীরা আগামী শনিবার থেকে ১৩ এপ্রিল পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের (www.shed.gov.bd/www.dshe.gov.bd) সংশ্লিষ্ট লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করা যাবে।