The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪

৪৫ তম বিসিএস প্রস্তুতি : মডেল টেস্ট-০১ [বাংলা]

শিশির আসাদঃ বাংলাদেশের  সবথেকে  বড় প্রতিযোগিতা মূলক পরীক্ষা হল বিসিএস- বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা। বিসিএস পরীক্ষায় সাফল্য অর্জন করতে সবচেয়ে বেশি প্রয়োজন পরিকল্পনা মাফিক গোছানো উপায়ে প্রস্তুতি নেওয়া। সেই প্রচেষ্টাকে ধারাবহিকতা দিতেই এই মডেল টেস্টটি সহায়ক হবে আশা করি। একই সাথে নিয়মতান্ত্রিক পড়ালেখায় আপনি যে কোন প্রতিযোগীতামূলক পরীক্ষায় এগিয়ে থাকবেন অন্যের তুলনায়।

১। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
ক. মার্শম্যান খ. ব্রাসি হ্যালহেড
গ. অক্ষয় দত্ত ঘ. রাজা রামমোহন

২। বাংলা সাহিত্যের আদি কবি কে?
ক. কাহ্নপা খ. চেগুনপা
গ. লুইপা ঘ. ভসুকুপা

৩। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়?
ক. নবম শতকে খ. ত্রয়োদশ শতকে
গ. ষোড়শ শতকে ঘ. উনিশ শতকে

৪। জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?
ক. ধূসর পাণ্ডুলিপি খ. কবিতার কথা
গ. ঝরা পালকের কবি ঘ. দুর্দিনের যাত্রী

৫। কতো নদী সরোবর’ কার লেখা?
ক. ড. হায়াৎ মামুদ খ. জ্যোতিভূষণ চাকী
গ. ড. হুমায়ুন আজাদ ঘ. সেলিনা হোসেন

৬। কবি বুদ্ধদেব বসুর মতে রবীন্দ্রকাব্যের অনুবিশ্ব
ক. সোনার তরী খ. ক্ষণিকা
গ. মানসী ঘ. গীতাঞ্জলি

৭। জহির রায়হানের প্রকৃত নাম বা আসল নাম কী ছিল?
ক. মুহম্মদ জহির খ. জহির রায়হান
গ. জহিরুল্লাহ ঘ. মোহাম্মদ জহিরুল্লাহ

৮। ‘নয়নচারা’ কোন শ্রেণির রচনা?
ক. উপন্যাস খ. কাব্য গ. গল্প ঘ. নাটক

৯। কোন কবিকে ছন্দের জাদুকর বলা হয়?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. জীবনানন্দ দাশ

১০। ‘সাতনরী হার’ কাব্যগ্রন্থটির রচয়িতা-
ক. কামাল চৌধুরী
খ. আসাদ চৌধুরী
গ. আবু জাফর ওবায়দুল্লাহ
ঘ. আবু হেনা মোস্তফা কামাল

১১ ‘কালকূট’ কার ছদ্মনাম?
ক. সমরেশ বসু খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. জসীমউদ্দীন ঘ. প্রমথ চৌধুরী

১২। ‘দারিদ্র্য’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত?
ক. সাম্যবাদী
খ. বিষের বাঁশী
গ. সিন্ধুহিল্লোল
ঘ. নতুন চাঁদ

১৩। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
ক. সোনার তরী খ. মানসী
গ. বনফুল ঘ. শেষের কবিতা

১৪। কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোন জেলা?
ক. ঢাকা খ. বরিশাল
গ. কুমিল্লা ঘ. বর্ধমান

১৫। কবি আহসান হাবিবের কবিতার বৈশিষ্ট্য কী?
ক. প্রকৃতি প্রেম খ. আত্মমগ্নতা
গ. গভীর জীবনবোধ ঘ. বাস্তব জীবনবোধ

১৬। জসীমউদ্দীনের ‘আসমানী’ চরিত্রটির বাড়ি কোথায়?
ক. গোপালগঞ্জ খ. ফরিদপুর
গ. রাজবাড়ী ঘ. মাদারীপুর

১৭। ‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
ক. বিদ্রোহী খ. অগ্রপথিক
গ. প্রলয়োল্লাস ঘ. ধূমকেতু

১৮। ‘ভাটিয়ালী’ কোন অঞ্চলের গান?
ক. রংপুর খ. দিনাজপুর
গ. ময়মনসিংহ ঘ. বরিশাল

১৯। মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ’ কাব্যের উৎস কি?
ক. রামায়ণ খ. মহাভারত
গ. ভগবৎ ঘ. কুমারসম্ভব

২০। ওমর খৈয়াম কোন দেশের কবি?
ক. পাকিস্তান খ. ইরাক
গ. তুরস্ক ঘ. ইরান

মডেল টেস্ট -০১ উত্তরমালা-
১.ঘ ২.গ ৩.ঘ ৪.খ ৫.গ ৬.গ ৭.ঘ ৮.গ ৯.গ ১০.গ ১১.ক ১২.গ ১৩.গ ১৪.খ ১৫.ঘ ১৬.খ ১৭.গ ১৮.গ ১৯.ক ২০.ঘ

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. ৪৫ তম বিসিএস প্রস্তুতি : মডেল টেস্ট-০১ [বাংলা]

৪৫ তম বিসিএস প্রস্তুতি : মডেল টেস্ট-০১ [বাংলা]

শিশির আসাদঃ বাংলাদেশের  সবথেকে  বড় প্রতিযোগিতা মূলক পরীক্ষা হল বিসিএস- বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা। বিসিএস পরীক্ষায় সাফল্য অর্জন করতে সবচেয়ে বেশি প্রয়োজন পরিকল্পনা মাফিক গোছানো উপায়ে প্রস্তুতি নেওয়া। সেই প্রচেষ্টাকে ধারাবহিকতা দিতেই এই মডেল টেস্টটি সহায়ক হবে আশা করি। একই সাথে নিয়মতান্ত্রিক পড়ালেখায় আপনি যে কোন প্রতিযোগীতামূলক পরীক্ষায় এগিয়ে থাকবেন অন্যের তুলনায়।

১। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
ক. মার্শম্যান খ. ব্রাসি হ্যালহেড
গ. অক্ষয় দত্ত ঘ. রাজা রামমোহন

২। বাংলা সাহিত্যের আদি কবি কে?
ক. কাহ্নপা খ. চেগুনপা
গ. লুইপা ঘ. ভসুকুপা

৩। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়?
ক. নবম শতকে খ. ত্রয়োদশ শতকে
গ. ষোড়শ শতকে ঘ. উনিশ শতকে

৪। জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?
ক. ধূসর পাণ্ডুলিপি খ. কবিতার কথা
গ. ঝরা পালকের কবি ঘ. দুর্দিনের যাত্রী

৫। কতো নদী সরোবর' কার লেখা?
ক. ড. হায়াৎ মামুদ খ. জ্যোতিভূষণ চাকী
গ. ড. হুমায়ুন আজাদ ঘ. সেলিনা হোসেন

৬। কবি বুদ্ধদেব বসুর মতে রবীন্দ্রকাব্যের অনুবিশ্ব
ক. সোনার তরী খ. ক্ষণিকা
গ. মানসী ঘ. গীতাঞ্জলি

৭। জহির রায়হানের প্রকৃত নাম বা আসল নাম কী ছিল?
ক. মুহম্মদ জহির খ. জহির রায়হান
গ. জহিরুল্লাহ ঘ. মোহাম্মদ জহিরুল্লাহ

৮। 'নয়নচারা' কোন শ্রেণির রচনা?
ক. উপন্যাস খ. কাব্য গ. গল্প ঘ. নাটক

৯। কোন কবিকে ছন্দের জাদুকর বলা হয়?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. জীবনানন্দ দাশ

১০। 'সাতনরী হার' কাব্যগ্রন্থটির রচয়িতা-
ক. কামাল চৌধুরী
খ. আসাদ চৌধুরী
গ. আবু জাফর ওবায়দুল্লাহ
ঘ. আবু হেনা মোস্তফা কামাল

১১ 'কালকূট' কার ছদ্মনাম?
ক. সমরেশ বসু খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. জসীমউদ্দীন ঘ. প্রমথ চৌধুরী

১২। 'দারিদ্র্য' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত?
ক. সাম্যবাদী
খ. বিষের বাঁশী
গ. সিন্ধুহিল্লোল
ঘ. নতুন চাঁদ

১৩। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
ক. সোনার তরী খ. মানসী
গ. বনফুল ঘ. শেষের কবিতা

১৪। কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোন জেলা?
ক. ঢাকা খ. বরিশাল
গ. কুমিল্লা ঘ. বর্ধমান

১৫। কবি আহসান হাবিবের কবিতার বৈশিষ্ট্য কী?
ক. প্রকৃতি প্রেম খ. আত্মমগ্নতা
গ. গভীর জীবনবোধ ঘ. বাস্তব জীবনবোধ

১৬। জসীমউদ্দীনের 'আসমানী' চরিত্রটির বাড়ি কোথায়?
ক. গোপালগঞ্জ খ. ফরিদপুর
গ. রাজবাড়ী ঘ. মাদারীপুর

১৭। 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি?
ক. বিদ্রোহী খ. অগ্রপথিক
গ. প্রলয়োল্লাস ঘ. ধূমকেতু

১৮। 'ভাটিয়ালী' কোন অঞ্চলের গান?
ক. রংপুর খ. দিনাজপুর
গ. ময়মনসিংহ ঘ. বরিশাল

১৯। মধুসূদন দত্তের 'মেঘনাদবধ' কাব্যের উৎস কি?
ক. রামায়ণ খ. মহাভারত
গ. ভগবৎ ঘ. কুমারসম্ভব

২০। ওমর খৈয়াম কোন দেশের কবি?
ক. পাকিস্তান খ. ইরাক
গ. তুরস্ক ঘ. ইরান

মডেল টেস্ট -০১ উত্তরমালা-
১.ঘ ২.গ ৩.ঘ ৪.খ ৫.গ ৬.গ ৭.ঘ ৮.গ ৯.গ ১০.গ ১১.ক ১২.গ ১৩.গ ১৪.খ ১৫.ঘ ১৬.খ ১৭.গ ১৮.গ ১৯.ক ২০.ঘ

পাঠকের পছন্দ

মন্তব্য করুন