The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪

৩৮৮ সদস্যবিশিষ্ট জাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাবি প্রতিনিধিঃ দীর্ঘ ৯ মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ। ৩৮৮ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণার মাধ্যমে পূর্ণতা পেল বর্তমান সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান লিটনের কমিটি৷

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেয়া হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে মোট ১০০ জন; সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন ১১জন; যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১জন; সহ-সম্পাদক পদ পেয়েছেন মোট ৬৬ জন এবং সদস্য পদ পেয়েছেন ৫৫ জন। এছাড়া বিভিন্ন পদে সম্পাদক ও উপ-সম্পাদক পদে মোট ১৪৩ জন মনোনীত হয়েছেন।

সদ্য সহ-সভাপতি পদে মনোনীত আরিফুল ইসলাম প্রীতম বলেন, ক্যাম্পাস জীবনের রাজনীতি আজ পূর্ণতা পেল। দীর্ঘদিনের অপেক্ষার প্রতিফলন পেলাম। সামনের দিনগুলোতে আরো ভাল কিছু হবে।

এ প্রসঙ্গে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান লিটন বলেন, রাত ৯টার পর বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল পেইজ থেকে পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়েছে। এর মাধ্যমে জাবি শাখার ছাত্রলীগের কমিটি পূর্ণতা পেল। আমাদের দু’জনের কাঁধ থেকে বড় একটা বোঝা নেমে গেল। আশা করি শাখা ছাত্রলীগ পূর্ণ উদ্যমে কাজ শুরু করবে।

উল্লেখ্য, ২০১৭ সালে সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি পেয়েছিল জাবি ছাত্রলীগ। পাঁচ বছর দায়িত্ব পালন করার পর ২০২১ সালের অক্টোবরে জুয়েল-চঞ্চল কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। পরে এবছরের শুরুতে সোহেল-লিটন কমিটি দায়িত্ব গ্রহণ করে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.