The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪

১৬তম সহকারী জজ নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

টিআরসি রিপোর্ট: ১৬ তম সহকারী জজ নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। বিজেএস  ২০২৩ পরীক্ষা শুরু হবে আগামী ২১ মে রাবিবার, দুপুর ২টা থেকে।

সোমবার (১৭ এপ্রিল) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালযয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষতিরত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দশদিন ক্রমেরর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ১৪৮, নিউ বেইলী রোড, ঢাকা-১০০০ কেন্দ্রে। পরীক্ষা চলবে ৩১ মে ২০২৩, বুধবার পর্যন্ত।

এর আগে ১৮ মার্চ রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ ও হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিলেন ৫ হাজার ৬০০ জন। এতে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৮২ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীরাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

পরীক্ষার আসন বিন্যাস পরীক্ষা কেন্দ্রে ও কমিশনের ওয়েব সাইটে ১৮ মে, ২০২৩ তারিখে প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখুন বিজ্ঞপ্তিতে।

বিস্তারিত নির্দেশাবলি দেখুন:

You might also like
Leave A Reply

Your email address will not be published.