The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪

১৩ বছরের মননের কাছে হেরে গেলেন গ্র্যান্ডমাস্টার রাজীব

চলতি বছরের ১৮ জুন মাত্র ১৩ বছরে পা রেখেছে মনন রেজা নীড়। এ বয়সেয় ঘটিয়ে ফেলেছেন বড় এক অঘটন। মনন হারিয়ে দিয়েছে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবকে। এনামুল হোসেন রাজীব জাতীয় দাবার বর্তমান চ্যাম্পিয়ন।

এই প্রথম কোনো গ্র্যান্ডমাস্টারকে হারাল সম্ভাবনাময় কিশোর দাবাড়ু মনন। এ অঘটন ঘটেছে ঢাকায় চলমান বঙ্গবন্ধু ৪৭তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ডে।

ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদের পুরোনো ভবনের তৃতীয় তলায় দাবাকক্ষে চলছে দেশে দাবাড়ুদের শীর্ষ এ প্রতিযোগিতা। এতে সর্বকনিষ্ঠ দাবাড়ু মনন খেলছে বাংলাদেশ পুলিশের হয়ে। সে এরই মধ্যে ক্যান্ডিডেট মাস্টার হয়েছে। মনন আজ সাদা ঘুঁটি নিয়ে রাজীবের ফ্রেঞ্চ ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে তারাশ বিশ্লেষণ ধারায় খেলেছে এবং ৩৫ চালে জয়ী হয়েছে।

নারায়ণগঞ্জের ফিলোসফিয়া স্কুলে সপ্তম শ্রেণি শেষ করে মনন অষ্টম শ্রেণিতে ওঠার অপেক্ষায় আছে মনন। নারায়ণগঞ্জের ব্যাংক কলোনিতেই তাদের বাসা। মননের মা মৌমন রেজার খুশি যেন আজ উপচে পড়ছে। তিনি বলেন, আজ যে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে দিয়েছে, আমরা সবাই খুব খুশি।’

সম্প্রতি ইন্দোনেশিয়ায় ওয়েস্টার্ন এশিয়ার বয়সভিত্তিক দাবায় রুপা জেতা মননের স্বপ্ন একদিন বড় দাবাড়ু হবে। সে পথে এই কিশোর আজ একটা মাইলফলকে পা দিল। কয়েক বছর আগে মননের চেয়েও কম বয়সে গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে সাড়া ফেলা ফাহাদ রহমান এখন আন্তর্জাতিক মাস্টার।

বাংলাদেশ আনসারের হয়ে এবারের জাতীয় দাবায় খেলা ফাহাদ প্রতিযোগিতায় এককভাবে তালিকায় শীর্ষে আছেন। গতবারের চ্যাম্পিয়ন এনামুল হোসেন রাজীব আছেন দ্বিতীয় স্থানে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.