The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩

হিউম্যান রিসোর্সের নিয়োগটার চেকটা একটু নিয়ে আইসেন : ইবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নতুন আরো একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারী) বিকালে মিসেস সালাম নামের একটি ফেসবুক একাউন্ট থেকে অডিও ক্লিপটি পোস্ট করা হয়। এনিয়ে উপাচার্যের নিয়োগ বাণিজ্যের মোট ৬ টি অডিও ক্লিপ প্রকাশিত হলো।

এক মিনিট পাঁচ সেকেন্ডের এই অডিওক্লিপে কথাপোকথন গুলো ছিলো, ‘আচ্ছা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নাকি যেন চেয়ারম্যান আসছিলোনা। বাচ্চা একটা চেয়ারম্যান। নামটা কি ওনার। আমার এখানে আসছিলো, দেখেনতো নামটা কি ওনার। হিন্দু বোধ হয় ছেলেটা, শিমুল। আপনি অইযে হিউম্যান রিসোর্সের অই নিয়োগটা, শুধু চেকটা একটু নিয়ে আইসেন। না আমি যে অই চেক করব আমার মনে হয় উনি যেনো সেই নামটা ও বলল যে স্যার বোধ হয় তাদের ডিপার্টমেন্টের জন্য সুপারিশ করা হইছে কিনা। যদি মিলে যায় তাহলে সবগুলো খোলার দরকার নাই। আর না হইলে আপনি ওইটা ব্যাংকিং এন্ড ফিন্যান্স আছেনা ওটাও সাথে করে নিয়ে আইসেন।’

তবে শুধু একপাক্ষিক কন্ঠ শোনা যাওয়ায় কার সাথে কথা বলছেন তিনি তা বোঝা যায়নি।

এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালামকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. হিউম্যান রিসোর্সের নিয়োগটার চেকটা একটু নিয়ে আইসেন : ইবি উপাচার্য

হিউম্যান রিসোর্সের নিয়োগটার চেকটা একটু নিয়ে আইসেন : ইবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নতুন আরো একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারী) বিকালে মিসেস সালাম নামের একটি ফেসবুক একাউন্ট থেকে অডিও ক্লিপটি পোস্ট করা হয়। এনিয়ে উপাচার্যের নিয়োগ বাণিজ্যের মোট ৬ টি অডিও ক্লিপ প্রকাশিত হলো।

এক মিনিট পাঁচ সেকেন্ডের এই অডিওক্লিপে কথাপোকথন গুলো ছিলো, 'আচ্ছা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নাকি যেন চেয়ারম্যান আসছিলোনা। বাচ্চা একটা চেয়ারম্যান। নামটা কি ওনার। আমার এখানে আসছিলো, দেখেনতো নামটা কি ওনার। হিন্দু বোধ হয় ছেলেটা, শিমুল। আপনি অইযে হিউম্যান রিসোর্সের অই নিয়োগটা, শুধু চেকটা একটু নিয়ে আইসেন। না আমি যে অই চেক করব আমার মনে হয় উনি যেনো সেই নামটা ও বলল যে স্যার বোধ হয় তাদের ডিপার্টমেন্টের জন্য সুপারিশ করা হইছে কিনা। যদি মিলে যায় তাহলে সবগুলো খোলার দরকার নাই। আর না হইলে আপনি ওইটা ব্যাংকিং এন্ড ফিন্যান্স আছেনা ওটাও সাথে করে নিয়ে আইসেন।'

তবে শুধু একপাক্ষিক কন্ঠ শোনা যাওয়ায় কার সাথে কথা বলছেন তিনি তা বোঝা যায়নি।

এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালামকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন