The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪

১ কোটি ৩০ লাখ মানুষ জলবায়ু অভিবাসী হওয়ার হুমকিতে: বিশ্বব্যাংক

গ্রীষ্মকালীন ঘূর্ণিঝরের কারণে প্রত্যেক বছরে বাংলাদেশের ক্ষতি হয় ১০০ কোটি ডলার। বড় ধরনের বন্যা হলে দেশের জিডিপি ৯ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এমনকি ১ কোটি ৩০ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে জলবায়ু অভিবাসী হয়ে উঠতে পারে।

গতকাল সোমবার সকালে রাজধানীর এক হোটেলে বিশ্বব্যাংকের কান্ট্রি ক্লাইমেট এন্ড ডেভেলপমেন্ট প্রতিবদনে উঠে আসে এসব তথ্য। সংস্থাটি বলছে, বাংলাদেশ যদি  নিয়ন্ত্রণে পদক্ষেপ না নেয় ২০৫০ সাল নাগাদ জিডিপির এক তৃতীয়াংশ কৃষি জমি হারানোর শঙ্কা রয়েছে।

জলবায়ুর বিপর্যয়ে মানুষের মৃত্যুর হার কমাতে উল্লেখযোগ্য অর্জন থাকলেও বাংলাদেশ এখনো বেশ ঝুঁকির মুখে রয়েছে। দেশে বায়ু দূষণের কারণে বাৎসরিক ক্ষতির পরিমাণ জিডিপি’র ৯ ভাগ। বিশ্বব্যাংকের কান্ট্রি ক্লাইমেট এন্ড ডেভেলপেমন্ট প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০৫০ সাল নাগাদ জিডিপির এক তৃতীয়াংশ কৃষি জমি হারানোর শঙ্কা রয়েছে। ফলশ্রুতিতে বাস্তুচ্চ্যুত হবে ১ কোটি ৩০ লাখ মানুষ। জলবায়ুর ঝুঁকি কমাতে উন্নত কৃষি উৎপাদন এবং জ্বালানি ও পরিবহন দতক্ষার ওপর জোর দিয়ে কার্যক্রম হাতে নেয়ার পরামর্শ প্রদান করেছে বিশ্বব্যাংকের।

পরিকল্পনামন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানোর বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। উক্ত অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে গড়ে ৩২ শতাংশ মৃত্যু হয় পরিবেশ দূষণের কারণে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.