The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

সুবর্ণচর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, নোবিপ্রবির নেতৃত্বে মধু-সজিব

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত সুবর্ণচর উপজেলার ছাত্রছাত্রীদের সংগঠন “সুবর্ণচর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, নোবিপ্রবি” এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের শহিদ সার্জেন্ট ক্যাডেট রুমি ভবনে প্রধান নির্বাচন কমিশনার অগ্রণী ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখার হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) সাইদুর রহমান আলমগীর নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন। এক পদে একাধিক প্রার্থী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজম্যান্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজিজুল হক মধু ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন শিক্ষা প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজহারুল ইসলাম সজিব।

কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি আবদুল আলীম, সহ-সভাপতি আজহারুল হক মিজান, সহ-সভাপতি এস এম মশিউর রহমান মাহী,
যুগ্ন-সাধারণ সম্পাদক মো.জহিরুল ইসলাম , যুগ্ন-সাধারণ সম্পাদক মো. দিদার হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক জান্নাতুন্নেসা মিতু, যুগ্ম সাধারণ সম্পাদক আলিমা আক্তার, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল উল্যাহ, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমন শীল , অর্থ সম্পাদক সানজিদা ইয়াসমিন নাবিলা, প্রচার সম্পাদক তাওসীফা তামান্না, দপ্তর সম্পাদক নাইমুল আলম, বিজ্ঞান বিষয়ক সম্পাদক মাজেদা প্রমী, প্রকাশনা সম্পাদক আল আমিন, কার্যকরী সদস্য জহির উদ্দিন রনি, রাকিবুল হাসান, আমির হোসেন, মানস পাল, নাহিদা আক্তার তাহিয়া।

নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সজিব বলেন, সবার সহযোগিতায় আগামী দিনে সুবর্ণচর স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।

কমিটির সভাপতি আজিজুল হক মধু বলেন, ছাত্রকল্যাণমূলক বিভিন্ন কাজের মাধ্যমে আগামী দিনে নোবিপ্রবিতে একটি আদর্শ অ্যাসোসিয়েশন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো । সবার সহযোগীতায় সংগঠন এগিয়ে নিতে চাই।

You might also like
Leave A Reply

Your email address will not be published.