The Rising Campus
News Media

সিত্রাংয়ে স্থগিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচী প্রকাশ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সৃষ্ট দুর্যোগের ফলে গতকাল মঙ্গলবারের স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোর তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী রোববার (৩০ অক্টোবর) এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

গতকাল ২০১৯ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স, ২০২১ সালের অনার্স প্রথম বর্ষ এবং ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের পরীক্ষা ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে স্থগিত করা হয়। স্থগিত পরীক্ষারগুলো ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গতকালের স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সূচিও প্রকাশিত হয়েছে।

আরো পড়ুন: মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ছয় অংকের ডিজিটে।

স্থগিত হওয়া মঙ্গলবারের ২০২১ সালের অনার্স প্রথম বর্ষের বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আরবি, সংস্কৃত, দর্শন, ইসলামী শিক্ষা, পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণ রসায়ন, ভূগোল ও পরিবেশ, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, নৃবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, অর্থনীতি, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা, সংগীত, গার্হস্থ্য অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম বিষয়ের পরীক্ষা ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ১টা থেকে শুরু হবে পরীক্ষা।

স্থগিত হওয়া মঙ্গলবারের ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের মনোবিজ্ঞান পরীক্ষা ৩০ অক্টোবর বেলা দেড়টায় শুরু হবে। আর স্থগিত হওয়া একই দিনের ২০১৯ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স (নতুন ও পুরাতন সিলেবাসের) গণিত পরীক্ষাও ৩০ অক্টোবর বেলা দেড়টায় শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্যান্য পরীক্ষার পূর্বঘোষিত সূচি অপরিবর্তিত থাকবে।

আরো দেখুন: সিত্রাংয়ে বাড়লো অধিভুক্ত সাত কলেজের ভর্তির সময়।

0
You might also like
Leave A Reply

Your email address will not be published.