The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪

সায়েন্সল্যাবে ভবন বিস্ফোরণে নিহত ৩, আহত ১৪

সায়েন্স ল্যাব মোড়ে একটি ভবনে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে ভবনটি আংশিক ধসে পড়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে।নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষার।  আহত হয়েছেন অন্তত ১৪ জন।

ধানমণ্ডি থানার উপপরিদর্শক আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে প্রিয়াঙ্গন শপিং মলের পাশের ভবনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে নুর নবী (২৩), আকবর আলী (৫২) আশরাফুজামান (৩৬), আশা (২৫), হাবিবুর রহমান (৩২), জহুর আলীকে (৫২) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, আমাদের এখানে ছয়জন চিকিৎসাধীন রয়েছেন, তাদের কয়েকজনের ইনহেশন বার্ন রয়েছে, এ ছাড়া কয়েকজনের ২০ থেকে ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এ ছাড়া ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জাকির হোসেন জুয়েল (৩৫), মেহেদী হাসান (২৫), তাজউদ্দিন (৩০), কবির হোসেন (৩০), রাবেয়া খাতুন (২৫), নুর নবী (২৪), অজ্ঞাত (৪০), কামাল হোসেন (৪০)। আহতরা পথচারী ও দোকান কর্মচারী। জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন জানিয়েছেন, আমরা এ পর্যন্ত আটজনকে পেয়েছি। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন। হেড ইনজুরিসহ শরীরের বিভিন্ন স্থানে ইনজুরি রয়েছে। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.