The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪

সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে ঢাবির সকল সেমিনার-লাইব্রেরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশের যে ঘাটতি আছে তা কাটিয়ে উঠতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাবি প্রশাসন। পড়াশোনার পরিবেশের  ঘাটতি পূরণ এবং শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট বিশেষায়িত বিষয়ে পাঠ কার্যক্রমের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ঢাবির প্রত্যেক বিভাগ ও ইনস্টিটিউটগুলোর সেমিনার-লাইব্রেরি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ঢাবির জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সাপ্তাহিক ছুটির দিনে সেমিনার-লাইব্রেরি রক্ষণাবেক্ষণ ও দেখভালের জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। রক্ষণাবেক্ষণ ও দেখভালের জন্য বিশ্ববিদ্যালয়ে নব-প্রতিষ্ঠিত ‘স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিট’ থেকে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের প্রতীকী সম্মানীও দেওয়া হবে বলে জানা গেছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.