The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

সাত কলেজের সংকট নিরসনে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করতে চায় ঢাবি ছাত্রলীগ

বাঙলা কলেজ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের একাডেমিক সংকট নিরসনকল্পে সাত কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

গতকাল বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর ২০২৩) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা একটি আধুনিক, সমৃদ্ধশীল, যুগোপযোগী ও উন্নত শিক্ষিত জাতিরাষ্ট্র গঠনের লক্ষ্যে সারা দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা সকলে অবগত আছেন যে, বঙ্গবন্ধু তনয়ার নির্দেশে বাংলাদেশের ঐতিহ্যবাহী ৭টি কলেজ (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ) ঢাকা বিশ্ববিদালয়ের অধিভুক্ত করা হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা তাদের একাডেমিক নানা সংকট নিরসনের লক্ষ্যে ধারাবাহিকভাবে আন্দোলন করে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মনে করে সাত কলেজের শিক্ষার্থীদের যেকোন যৌক্তিক আন্দোলনে পাশে থাকা সংগঠনটির নৈতিক দায়িত্ব। এই লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ঐতিহ্যবাহী সাত কলেজের শিক্ষার্থীদের সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করতে যাচ্ছে।

আগামী ১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এই মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

এই বিষয়ে জানতে চাইলে বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাফর ইকবাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এ ধরনের পদক্ষেপ অবশ্যই প্রসংশনীয়। তবে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে কিনা সেটা অবশ্যই ভাবতে হবে। কেননা ইতিমধ্যে আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি সাত কলেজ ছাত্রলীগকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় ঢাবি ছাত্রলীগ। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাথে ঢাবি ছাত্রলীগের টানাপোড়া চলছে। তাই এমন পরিস্থিতিতে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে।

উল্লেখ্য, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী ঢাবি ছাত্রলীগ এবং সরকারি সাত কলেজ ছাত্রলীগ জেলা পর্যায়ের কমিটির সমমর্যাদা ভোগ করে। এমতাবস্থায়, সাত কলেজ ছাত্রলীগকে একই মর্যাদার অপর একটি কমিটির অধীনে দেয়া হলে উল্লিখিত কলেজসমূহের ছাত্রলীগ নেতাকর্মী এবং সাধারণ ছাত্রদের প্রতিক্রিয়া কি হবে তা বিবেচনা করে দেখা উচিত বলে মনে করেন সাত কলেজের শিক্ষার্থীরা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.