The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪

সহকারী মৎস্য কর্মকর্তা পদের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৭

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’–এর অধীন সহকারী মৎস্য কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী মৎস্য কর্মকর্তা পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১২৭ জন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আজ শনিবার বেলা দুইটা থেকে অনুষ্ঠিত হবে। রাজধানীর রমনায় মৎস্য ভবনে এ পরীক্ষা নেওয়া হবে।

মৌখিক পরীক্ষার সময় লিখিত পরীক্ষার প্রবেশপত্রসহ সব সনদের মূল কপি ও এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে।

উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এ লিংকে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.