The Rising Campus
News Media
শনিবার, ১লা এপ্রিল, ২০২৩

শূন্য পদের তথ্য সংগ্রহ নিয়ে সিদ্ধান্ত হয়নি

চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে চলতি মাসে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে বলে জানিয়েছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত ১৬ জুন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও এখনও শূন্য পদের তথ্য সংগ্রহের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি এনটিআরসিএ।

এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য হালানাগাদের (ই-রেজিস্ট্রেশন) কার্যক্রম শেষ হয়েছে। তবে পর্যাপ্ত পরিমাণ তথ্য পায়নি এনটিআরসিএ। এছাড়া প্রাপ্ত তথ্যগুলো যাচাই করছে কর্তৃপক্ষ। এর ফলে ই-রিকুইজিশনের কার্যক্রম শুরু করতে কিছুটা বিলম্ব হচ্ছে।

ওই সূত্র আরও জানায়, চলতি মাসে শূন্য পদের তথ্য সংগ্রহ করার কথা থাকলেও সেটি সম্ভব নাও হতে পারে। এ বিষয়ে এনটিআরসিএ’র কর্মকর্তারা আবারও বৈঠক করবেন। সেই বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল শাহীন মঙ্গলবার (২১ জুন) দুপুরে বলেন, চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শূন্য পদের তথ্য সংগ্রহের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাই এ বিষয়ে এখনি কিছু বলা সম্ভব নয়।

চলতি মাসে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এটি বলা যাচ্ছে না। সিদ্ধান্ত হলে পরবর্তীতে এ বিষয়ে জানানো হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. শূন্য পদের তথ্য সংগ্রহ নিয়ে সিদ্ধান্ত হয়নি

শূন্য পদের তথ্য সংগ্রহ নিয়ে সিদ্ধান্ত হয়নি

চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে চলতি মাসে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে বলে জানিয়েছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত ১৬ জুন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও এখনও শূন্য পদের তথ্য সংগ্রহের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি এনটিআরসিএ।

এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য হালানাগাদের (ই-রেজিস্ট্রেশন) কার্যক্রম শেষ হয়েছে। তবে পর্যাপ্ত পরিমাণ তথ্য পায়নি এনটিআরসিএ। এছাড়া প্রাপ্ত তথ্যগুলো যাচাই করছে কর্তৃপক্ষ। এর ফলে ই-রিকুইজিশনের কার্যক্রম শুরু করতে কিছুটা বিলম্ব হচ্ছে।

ওই সূত্র আরও জানায়, চলতি মাসে শূন্য পদের তথ্য সংগ্রহ করার কথা থাকলেও সেটি সম্ভব নাও হতে পারে। এ বিষয়ে এনটিআরসিএ’র কর্মকর্তারা আবারও বৈঠক করবেন। সেই বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল শাহীন মঙ্গলবার (২১ জুন) দুপুরে বলেন, চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শূন্য পদের তথ্য সংগ্রহের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাই এ বিষয়ে এখনি কিছু বলা সম্ভব নয়।

চলতি মাসে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এটি বলা যাচ্ছে না। সিদ্ধান্ত হলে পরবর্তীতে এ বিষয়ে জানানো হবে।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন