The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪

লাউয়াছড়া উদ্যানে পর্যটকদের উপচে পড়া ভিড়

তিমির বনিক, মৌলভীবাজারঃ মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে। শনিবার (২২ এপ্রিল) ঈদের দিনেই লাউয়াছড়ায় প্রায় সাড়ে ৩ হাজার পর্যটক প্রবেশ করেছেন। এতে প্রবেশমূল্য বাবদ দেড় লক্ষাধিক টাকা রাজস্ব আয় হয়েছে সরকারের।

শুধু লাউয়াছড়া জাতীয় উদ্যানেই নয়, এ উপজেলার মাধবপুর লেক, হামহাম জলপ্রপাতসহ পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড় লেগেছে। ঈদের দিন লাউয়াছড়া জাতীয় উদ্যানে দুপুর থেকেই ছিল চোখে পড়ার মত পর্যটকদের আনাগোনা।

ঈদের দিন বিকেলে সরেজমিনে ঘুরে লাউয়াছড়ায় দেখা যায়, উদ্যানে পর্যটকের ঢল নেমেছে। পর্যটকেরা বনের ভেতর প্রবেশ করে ঘুরাফেরা করছেন। অনেকে দল বেঁধে ঘুরছেন, ছবি তুলছেন। টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন ধরে টিকিট কেনা চলছে। পর্যটকদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ সদস্যরা অবস্থান করছে বনের ভেতরের রেললাইন ও বাইরের ফটক এলাকায়।

ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত দেশ-বিদেশি পর্যটকেরা এখানকার জীব-বৈচিত্র্যময় পরিবেশে ঘুরে তাদের ঈদের আনন্দ পরিপূর্ণ করার চেষ্টা করছেন। পরিবার-পরিজন নিয়ে যারা এসেছেন, তারা সঙ্গে ইকো-টুরিস্ট গাইড নিয়ে ঘুরে ঘুরে প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করছিলেন। আর দল বেঁধে বনভোজনে আসা ছেলেমেয়েরা আনন্দ-উল্লাসে মেতে উঠেছিলেন। সড়কের আশপাশে অনেক পর্যটককে গাড়ি থামিয়ে হৈ-হুল্লোড় করতে দেখা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন বলে জানান তারা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.