The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪

রাবির প্রধান ফটকে আগুন জ্বালিয়ে অবরোধ

রাবি প্রতিনিধিঃ স্থানীয়, ব্যবসায়ী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ও পুলিশ কর্তৃক শিক্ষার্থীর উপর গুলির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুন জালিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

রোববার (১২ মার্চ) বেলা ১টার দিকে রাজশাহী -ঢাকা মহাসড়ক আগুন জালিয়ে অবরোধ করে আন্দোলনকারীদের একাংশ শিক্ষার্থী।

প্রতিবেদন লেখা পর্যন্ত সিনেট ভবনের সামনে ও প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ২ ভাগে বিভক্ত হয়ে হাজারো শিক্ষার্থী আন্দোলন চালিয়ে যাচ্ছে।

এছাড়াও মূল ফটকের সামনে রাজশাহী -ঢাকা মহাসড়কের অপর পাশে পুলিশকে অবস্থান করতেও দেখা গেছে।

আরো পড়ুন: রাবি উপাচার্যকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

উল্লেখ্য , শনিবার (১১ মার্চ) বগুড়া থেকে বাসে করে রাজশাহী আসছিলেন রাবির সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী। সিটে বসাকে কেন্দ্র করে এক ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার পরে বিজিবি মোতায়েন করা হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.