The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

রাবির প্রগতিশীল শিক্ষক সমাজের নতুন আহ্বায়ক নির্বাচিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক পদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম খলিলুর রহমান খান। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকেলে ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে।

এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আবদুল্লাহ আল মামুন জানান, নির্বাচনে প্রগতিশীল শিক্ষক সমাজের ৫৫১ জন সদস্য ভোট দিয়েছেন। এর মধ্যে ২৫৫ ভোট পেয়ে আহ্বায়ক পদে বিজয়ী হয়েছেন অধ্যাপক এম খলিলুর রহমান খান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রগতিশীল শিক্ষক সমাজের বর্তমান স্টিয়ারিং কমিটির কো-কনভেনর তারিকুল হাসান ২২১ ভোট পেয়েছেন।

এর আগে গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তৎকালীন উপাচার্য আবদুস সোবহান–সমর্থিত প্যানেল আহ্বায়কসহ চারটি সদস্যপদে জয় লাভ করে। বাকি ১৬ সদস্যপদে জয় পায় ‘দুর্নীতিবিরোধী শিক্ষকবৃন্দ’।

তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ১৩ নভেম্বর অধ্যাপক হাবিবুর রহমান আহ্বায়কের পদ থেকে অব্যাহতি নেন। এতে আহ্বায়কের পদটি শূন্য হয়ে যায়। যার পরিপ্রেক্ষিতে আহ্বায়ক পদে আবার নির্বাচন অনুষ্ঠিত হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.