The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪

রাবিতে শরীয়তপুর জেলা সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

লিমন আহমেদ,রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণদের বিদায় দিয়েছে শরীয়তপুর জেলা সমিতি। শনিবার (২৫ ডিসেম্বর) বিকাল ০৩:০০ টায় বিশ্ববিদ্যালয়ের ডীন’স কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমিতির সভাপতি মাহফুজ ঢালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রাসেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা সমিতি, রাজশাহীর প্রধান উপদেষ্টা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা সমিতি, রাজশাহীর সিনিয়র উপদেষ্টা জনাব জাকির হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের প্রভাষক জনাব মোহাম্মদ কামরুল হাসান, শরীয়তপুর জেলা সমিতি, রাজশাহীর প্রতিষ্ঠা সভাপতি জনাব মো.সুমন হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা সমিতি, রাজশাহীর কমিটির সকল সদস্য সহ নবীন শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের সমাপনী ব্যক্তব্যে সভাপতি মাহফুজ ঢালী নবীনদের উদ্দেশ্যে বলেন, ‘মনে রাখতে হবে এ বিশ্ববিদ্যালয় একটি ফুলের মতো। এই ফুল থেকে মৌমাছি হয়ে মধু আহরণ করা আমাদের কাজ। কিন্তু এখানেই প্রজাপতি সৌন্দর্য উপভোগ বা ভ্রমর হয়ে বিষ আহরণ করবে না। অবশ্যই মানুষ হিসেবে সকল মানুষকে শ্রদ্ধা করবে এবং শেকড় বাবা মাকে কখনও উপেক্ষা করো না।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.