The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪

ঢাবি ছাত্রলীগের সম্মেলন আজ: নেতৃত্বের দৌড়ে এগিয়ে আছেন যারা

আজ (শনিবার ৩ ই ডিসেম্বর, ২০২২) অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্রলীগের নিউক্লিয়াস খ্যাত ঢাকা বিশ্ববিদ্যায় ছাত্রলীগের সম্মেলন। আগামীকাল বিকাল ৩ টায় অপরাজেয় বাংলার পাদদেশে ঐতিহ্যবাহী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলন উদ্বোধন করবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য, সভাপতিত্ব করবেন ঢাবি সভাপতি সঞ্জিত চন্দ্র দাস।

মূহুর্ত যতই ঘনিয়ে আসছে পদ প্রত্যাশী নেতা কর্মীদের মাঝে ততই আগ্রহ, উৎসাহ, উচ্ছ্বাস বাড়ছে এবং সক্রিয়তা বাড়ছে মধুর ক্যান্টিনকে ঘিরে। এই সর্বোচ্চ পদ নির্বাচনে বেশ কিছু মানদন্ড গুরুত্বসহকারে বিবেচিত হয়; এর ভিতরে আছে নিয়মিত ছাত্রত্ব, পারিবারিক পরিচিতি, দলের জন্য ত্যাগ তিতিক্ষা, রাজপথে সক্রিয়, শিক্ষাবান্ধব, নির্লোভ মানসিকতা, মেধাবী সংগঠক, উদার অসম্প্রদায়িক চেতনার অধিকারী।

নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী ঢাবি কমিটি নির্বাচনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, এমনকি সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব নির্বাচনের বিষয়টি তদারকি করছেন বলে জানা যায়।

শেষ মূহুর্তে আলোচনায় যারা: বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হতে প্রায় দশ থেকে বারো জন প্রার্থী দৌড়ঝাপ করছেন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুটি শীর্ষ পদের জন্য হল নেতাদের মধ্যে আলোচনায় রয়েছেন হাজী মুহম্মদ মুহসীন হলের সভাপতি শহীদুল হক শিশির, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান শান্ত এবং ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হল ছাত্রলীগের সভাপতি সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ। নেত্রীদের মধ্যে আলোচনায় রয়েছেন রনক জাহান রাইন (উপ-মুক্তিযোদ্ধা সম্পাদক) এবং শামসুন নাহার হলে ছাত্রলীগের সভাপতি খাদিজা আক্তার ঊর্মি।

বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে আলোচনায় রয়েছেন রনি মুহাম্মদ (কর্মসংস্থান সম্পাদক), মো. শাহজালাল ( যুগ্ম-সাধারণ সম্পাদক, ঢাবি), শাকের আহমেদ আল আমিন (উপ-স্কুল ছাত্র সম্পাদক), জয়জিৎ দত্ত (উপ-সাহিত্য সম্পাদক), শেখ সাঈদ আনোয়ার সিজার (উপ-সমাজসেবা সম্পাদক) এবং তামজিদ হোসেন তামিম (উপ-ত্রাণ ও দুর্যোগ সম্পাদক)।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনের ইতিহাস থেকে জানা যায়, প্রতিবারই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারীদের মধ্যে থেকে একজন শীর্ষ নেতৃত্বে আসছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান সভাপতি সনজিত চন্দ্র দাস এ দায়িত্বে আসার আগে জগন্নাথ হল ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার আগের কমিটির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সও জিয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ফলে এবারও বিভিন্ন হলের নেতৃত্ব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব আসার জোর সম্ভাবনা রয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.