The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫

মিস ইন্ডিয়া মুকুট জিতলেন নন্দিনী গুপ্তা

এবার মিস ইন্ডিয়া ২০২৩-এর বিজয়ী হলেন রাজস্থানের নন্দিনী গুপ্তা। শনিবার (১৫ এপ্রিল) রাতে মণিপুরের ইন্ডোর স্টেডিয়ামে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মাথায় পরলেন দেশের সবচেয়ে জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতার মুকুট। নন্দিনী গুপ্তাকে বিজয়ের মুকুট পরিয়ে দেন ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২’ বিজয়ী সিনি শেঠি।

দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রথম রানার আপ, এবং মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে চলা মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭১তম সংস্করণে নন্দিনী এবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। ১৯ বছরের নন্দিনী গুপ্তা কোটার বাসিন্দা। তিনি বিজনেস ম্যানেজমেন্টের ডিগ্রিধারী।

নতুন মিস ইন্ডিয়া নন্দিনী জানান, রতন টাটা নন্দিনীর জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। সঙ্গে আরেক সাক্ষাৎকারে নন্দিনী জানিয়েছেন, তিনি অনুসরণ করেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকেও। তার একাধিক কৃতিত্ব তাকে জীবনে অনুপ্রাণিত করে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.