The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

মাভাবিপ্রবির এফটিএনএস বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুল হক

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. আজিজুল হক।

জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, আগামী ০১/০৭/২০২৪ তারিখ হতে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শর্তে এফটিএনএস বিভাগের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

নবনিযুক্ত চেয়ারম্যান হিসাবে তার অনুভূতি ও দায়িত্ব সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, “বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব একটি রুটিন কাজ। বিভাগের প্রশাসনিক ও একাডেমিক মানোন্নয়নে আমার পূর্বে যারা এ দায়িত্বে ছিলেন তাদের প্রচেষ্টার ধারাবাহিকতা সমুন্নত রেখে আমার উপর অর্পিত দায়িত্ব সততা আর নিষ্ঠার সাথে পালন করার চেষ্ঠা করবো।”

এছাড়াও তিনি জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তর ও মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালকের পদে দায়িত্বরত আছেন।

নবনিযুক্ত চেয়ারম্যানকে বিভাগের শিক্ষক- শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.