The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪

ব্যাংকার‌দের পদোন্নতিতে ডিপ্লোমার বাধ্যতামূলক থাক‌ছেই

ব্যাংকারদের পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলকের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি থাক‌লেও এ সিদ্ধান্তে অটল রয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেক্ষেত্রে ব্যাংকার‌দের পদোন্নতিতে ডিপ্লোমার বাধ্যতামূলক থাক‌ছেই। ত‌বে ডিপ্লোমার নাম ও প‌রীক্ষার পদ্ধ‌তি পরিবর্তনসহ বেশ কিছু বিষ‌য়ে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি এই নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং ডিপ্লোমার দুই পর্বে উত্তীর্ণ না হলে সিনিয়র অফিসার বা সমমান পরবর্তী পদে পদোন্নতি পাবেন না ব্যাংক কর্মকর্তারা।

এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জোর দাবি তুলেছেন ব্যাংকাররা। এর পরিপ্রেক্ষিতে সোমবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) বৈঠক অনুষ্ঠিত হয়। ‌বৈঠ‌কে প্রক্রিয়াগত কিছু পরিবর্তন আসলেও আগের সিদ্ধান্ত বহাল থাকছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা ও সক্ষমতা বাড়াতে সিনিয়র অফিসার অথবা সমতুল্য পদের পরবর্তী সব পদে পদোন্নতির যোগ্যতার তালিকায় ব্যাংকিং ডিপ্লোমা উভয় পর্ব পাস বাধ্যতামূলক করা হলো। তবে ব্যাংকিং কার্যক্রমে সরাসরি সংশ্লিষ্ট নয় এমন পদে এ নির্দেশনা প্রযোজ্য হবে না। এক্ষেত্রে ডাক্তার, প্রকৌশলী, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎকৌশল ও আইটি প্রফেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রচার ও প্রকাশনা পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের কথা উল্লেখ করা হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.