The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা কমেছে

দেশে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী সংখ্যা কমেছে। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৫.৮৬ শতাংশ শিক্ষার্থী কম ভর্তি হয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ৪৭তম বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ সালে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ৩ লাখ ২৮ হাজার ৬৮৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। ২০১৯ সালে শিক্ষার্থী ভর্তি হয়েছিল ৩ লাখ ৪৯ হাজার ১৬০ জন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ সালে ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৯৭ হাজার ৫০৪ জন। বিদেমী শিক্ষার্থীর সংক্যা ১ হাজার ৫৫০ জন। সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থী সংখ্যা ২৪ হাজার ৬৮৯ জন।

শিক্ষার্থী সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থী সংখ্যা ১৯ হাজার ৭৭৪ জন। এর পরের অবস্থানে রয়েছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে ১৩ হাজার ১৫৯জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। শিক্ষার্থী সংখ্যায় চতুর্থ অবস্থানে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থী সংখ্যা ১২ হাজার ২৯১ জন।

ইউজিসি বলছে, করোনাভাইরাসের কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশও ক্ষতির সম্মুখীন হয়েছে। ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে দেশের বেসরকারি খাত। যার মধ্যে অন্যতম বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়গুলো। বিগত দশ বছরের মধ্যে ২০১৬, ২০১৯ এবং ২০২০ সাল ব্যতীত প্রতিবছরই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আলোচ্য বছরের শিক্ষার্থী সংখ্যা হ্রাস পাওয়ার অন্যতম কারণ ছিল করোনা ভাইরাস মহামারী।

You might also like
Leave A Reply

Your email address will not be published.