The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪

বেরোবিতে প্রশাসনিক অভিযানে ১২ বহিরাগত মাদকাসক্ত আটক

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রক্টরিয়াল বডির অভিযান চলাকালে মাদক সেবন ও অনৈতিক কর্মকান্ডে জড়িত হওয়ার অভিযোগে ১২ বহিরাগত কে আটক করা হয়। পরে তাদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

গতকাল শনিবার (০২ নভেম্বর) রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিযান চালায়। এতে পুলিশ ফাড়ি মাঠ, ভিসি মাঠ ও ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে ৪ টি যুগল সহ ১২ জন বহিরাগত কে আটক করে প্রক্টরিয়াল বডি ও পুলিশ সদস্যরা। পরে তাদের সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

বেরোবি প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান জানান, ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন কাজ করছে। রাতে পুলিশ সদস্যদের সাথে নিয়ে আমরা প্রক্টরিয়াল বডির সদস্যরা অভিযান চালোনোর সময় মাঠের অন্ধকার থেকে ৪ বহিরাগত যুগল ও মাদক সংশ্লিষ্টতায় কয়েকজন যুবক কে আটক করা হয়। প্রথম বারের মতো আটক হওয়ায় তাদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় হয়। আগামীতেও আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.