The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪

মোহামেডানকে গুড়িয়ে ১৭ রানে ৫ উইকেট শিকার মাশরাফির

সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২০ সালের মার্চে। বয়স হয়েছে ৩৯ বছর। ক্রিকেটের মাঠের তুলনায় রাজনীতির মঠে বেশি সময় কাটান তিনি। এত কিছুর পরও মাশরাফি ফুরিয়ে যাননি, তার আরেকটি প্রমাণ মিলল আজ।

গোছানো বোলিংয়ের সঙ্গে ভালো ফিল্ডিং করে তাক তাকিয়ে দিয়েছেন এবারের প্রিমিয়ার লিগ ক্রিকেটে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলা মাশরাফি। লম্বা রানআপেও এখন আর বোলিং করেন না। তবে লাইন আর লেংথ ঠিক রেখেছেন আগের মতোই। আজ মোহামেডানের বিপক্ষে সাফল্যও পেয়েছেন এ কারণেই।

কেমন সাফল্য, সেটা বুঝতে মোহামেডানের বিপক্ষে তাঁর আজকের বোলিং ফিগারটা দেখে নেওয়া যায়—৮.৪-৩-১৭-৫! বল হাতে যেমন ১৭ রানে ৫ উইকেট নিয়েছেন, ফিল্ডিংয়েও তেমনি দুর্দান্ত ছিলেন। স্লিপে নিয়েছেন দুটি ক্যাচ। মাশরাফির এমন পারফরম্যান্সে মোহামেডান ২২.৪ ওভারে মাত্র ৮০ রানে অলআউট হয়ে গেছে।

এই ৫ উইকেটে একটি মাইলফলকও ছুঁয়েছেন মাশরাফি। লিস্ট ‘এ’ ক্রিকেটে পেয়ে গেছেন ৪৫০ উইকেটের দেখা। এই ম্যাচ খেলতে নামার আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর উইকেট ছিল ৪৪৭টি। এখন ৪৫২।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. মোহামেডানকে গুড়িয়ে ১৭ রানে ৫ উইকেট শিকার মাশরাফির

মোহামেডানকে গুড়িয়ে ১৭ রানে ৫ উইকেট শিকার মাশরাফির

সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২০ সালের মার্চে। বয়স হয়েছে ৩৯ বছর। ক্রিকেটের মাঠের তুলনায় রাজনীতির মঠে বেশি সময় কাটান তিনি। এত কিছুর পরও মাশরাফি ফুরিয়ে যাননি, তার আরেকটি প্রমাণ মিলল আজ।

গোছানো বোলিংয়ের সঙ্গে ভালো ফিল্ডিং করে তাক তাকিয়ে দিয়েছেন এবারের প্রিমিয়ার লিগ ক্রিকেটে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলা মাশরাফি। লম্বা রানআপেও এখন আর বোলিং করেন না। তবে লাইন আর লেংথ ঠিক রেখেছেন আগের মতোই। আজ মোহামেডানের বিপক্ষে সাফল্যও পেয়েছেন এ কারণেই।

কেমন সাফল্য, সেটা বুঝতে মোহামেডানের বিপক্ষে তাঁর আজকের বোলিং ফিগারটা দেখে নেওয়া যায়—৮.৪-৩-১৭-৫! বল হাতে যেমন ১৭ রানে ৫ উইকেট নিয়েছেন, ফিল্ডিংয়েও তেমনি দুর্দান্ত ছিলেন। স্লিপে নিয়েছেন দুটি ক্যাচ। মাশরাফির এমন পারফরম্যান্সে মোহামেডান ২২.৪ ওভারে মাত্র ৮০ রানে অলআউট হয়ে গেছে।

এই ৫ উইকেটে একটি মাইলফলকও ছুঁয়েছেন মাশরাফি। লিস্ট ‘এ’ ক্রিকেটে পেয়ে গেছেন ৪৫০ উইকেটের দেখা। এই ম্যাচ খেলতে নামার আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর উইকেট ছিল ৪৪৭টি। এখন ৪৫২।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন